ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

বৃষ্টিতে রাস্তায় শিশুদের ঝাঁপাঝাঁপি (ভিডিও)

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
বৃষ্টিতে রাস্তায় শিশুদের ঝাঁপাঝাঁপি (ভিডিও) বৃষ্টিতে রাস্তায় শিশুদের ঝাঁপাঝাঁপি

ঢাকা: রাজধানীর মিরপুর-১০ নম্বর গোল চত্বরে ফায়ার সার্ভিসের কার‌্যালয়ের সামনে একটা বড় গাছ ভেঙে রাস্তায় পড়ে আটকে আছে। ফায়ার ব্রিগেডের কর্মীরা চেইন করাত দিয়ে গাছটি কেটে সড়ক থেকে ভাঙা গাছটি সরাচ্ছেন। 

গোল চত্বরে আরেকটু সামনে এগিয়ে দেখা গেলো রাস্তায় বৃষ্টির পানির ঢেউ। ওই সড়ক দিয়ে চলাচলরত বাসের পাদানি দিয়ে ঢুকেছে জলাবদ্ধতার পানি।

পানিতে স্রোত সৃষ্টি করে এগিয়ে যাচ্ছে বাস। আর এ স্রোতের মধ্যেই কয়েকটি শিশুকে মহা আনন্দে ঝাঁপাঝাঁপি করতে দেখা গেলো।

শিশুরা আনন্দে মেতে উঠলেও ভোগান্তিতে পড়েছেন কর্মস্থলমুখী মানুষ। কোমর সমান পানি ভেঙেই বাসে উঠবার চেষ্টা চালাচ্ছেন কেউ কেউ। নিতান্তই বাধ্য না হলে কেউ রাস্তায় বের হচ্ছেন না। এদিকে পানি ভেঙে বাসও এগোতে চাইছে না।  

বুধবার কয়েক ঘণ্টার প্রবল বৃষ্টিতে ২০ সেপ্টেম্বর দুপুর দেড়টায় মিরপুর সনি সিনেমা হল, মিরপুর-২, মিরপুর-১০ নম্বরে এমনই চিত্র দেখা গিয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
এনএইচটি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।