ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

আইফেল টাওয়ার সম্পর্কিত মজার ১০ তথ্য

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৬ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৭
আইফেল টাওয়ার সম্পর্কিত মজার ১০ তথ্য আইফেল টাওয়ার। ছবি: সংগৃহীত

ঢাকা: সাহিত্য ও শিল্পের রাজধানী প্যারিস। আর পর্যটকদের কাছে এ শহরের সবচেয়ে বড় আকর্ষণ আইফেল টাওয়ার। ফরাসি বিপ্লবের শতবর্ষপূর্তিতে ১৮৮৯ সালে নির্মাণ করা হয় এ স্থাপনাটি। 

শুরুতে আইফেল টাওয়ারকে মনে করা হতো শহরের সবচেয়ে কুৎসিত স্থাপনা। কিন্তু ক্রমেই তা শহরের প্রতীক হিসেবে জায়গা করে নেয়।

এবার জেনে নেওয়া যাক আইফেল টাওয়ারের বৈশিষ্ট্য ও ইতিহাসে লুকিয়ে থাকা কিছু মজার তথ্য।

•    ১৮৮৯ সালের আন্তর্জাতিক মেলার প্রবেশপথ হিসেবে আইফেল টাওয়ার নির্মাণ করা হয়েছিল।  
•    গুস্তাভ আইফেলের নামানুসারে এর নামকরণ করা হয়। তার কোম্পানিই এ টাওয়ার নির্মাণ প্রকল্পটি গ্রহণ করেছিল।
•    এর উচ্চতা ৩২০ মিটার (১০৫০ ফুট)। ১৯৩০ সাল পর্যন্ত আইফেল টাওয়ার ছিল পৃথিবী সবচেয়ে উঁচু স্থাপনা।  
•    প্রায় ১৮ হাজার বিভিন্ন আকৃতির লোহার কাঠামো জোড়া লাগিয়ে টাওয়ারটি নির্মাণ করা হয়।
•    আইফেল টাওয়ারের ওজন প্রায় দশ হাজার টন।
•    আইফেল টাওয়ারকে মরিচার হাত থেকে রক্ষা করতে প্রতি সাত বছর পর পর প্রায় ৫০ টন রঙের প্রলেপ দেওয়া প্রয়োজন।
•    তাপের কারণে বস্তুর প্রসারণ ঘটে। তাই সূর্যের তাপে দিনের বেলা আইফেল টাওয়ারের উচ্চতা ছয় ইঞ্চি বেড়ে যায়।
•    মোট তিনটি প্ল্যাটফর্ম রয়েছে এ টাওয়ারে। প্রথম প্ল্যাটফর্ম মাটি থেকে ১৯০ ফুট, দ্বিতীয় প্ল্যাটফর্ম ৩৭৬ ফুট এবং তৃতীয় প্ল্যাটফর্ম ৯০০ ফুট উপরে।
•    পুরোপুরি আলোকিত করতে আইফেল টাওয়ারে মোট বিশ হাজার লাইট বাল্ব ব্যবহার করা হয়।
•    আইফেল টাওয়ারের স্থানীয় নাম ‘লা দামে দি ফার’ অর্থাৎ লোহার নারী।

বাংলাদেশ সময়: ০৪০৫ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৭
এনএইচটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।