ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

একটু বাঁশি বাজাইয়া সময় পার করতাছি!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
একটু বাঁশি বাজাইয়া সময় পার করতাছি! বাঁশি বাজাচ্ছেন আব্দুল জব্বার

সাভার (ঢাকা): সাভার থানা রোডের চাকলাদার মহিলা কলেজ সংলগ্ন এলাকা। বিরামহীন গুঁড়ি গুঁড়ি বৃষ্টিভেজা সিক্ত হাওয়ায় হঠাৎ ভেসে আসে মনকাড়া সুর। উৎসের দিকে ধাবিত হতেই দেখা গেল এক রিকশাচালক আপন মনে বাঁশি বাজাচ্ছেন।

পাশে গিয়ে দাঁড়াতেই খানিকটা লজ্জা পেয়ে বাঁশি বাজানো থামিয়ে দেন। লজ্জা কাটাতে নানা গল্পে মজে যাই আব্দুল জব্বার নামে ওই রিকশাচালকের সঙ্গে।

লাজুক জব্বার বাঁশি বাজানোর কৈফিয়ত দিতেই হয়তো চলেন, ‘বাইরের অবস্থা ভালো না, এই বৃষ্টিতে বেশি সময় ভেজা যায় না। তাই একটু বাঁশি বাজাইয়া সময় পার করতাছি। ’

জীবিকার তাড়নায় দুই বছর আগে নওগাঁ থেকে পরিবার নিয়ে সাভারে এসেছেন আব্দুল জব্বার। তার স্ত্রী আনজুআরাও সম্প্রতি একটি পোশাক কারখানার চাকরিতে যোগ দিয়েছেন।

শীত মৌসুমের আগে আগে নামা বৃষ্টিতে টানা রিকশা চালানো খুব কষ্টকর। তাই বৃষ্টি থামার অপেক্ষায় বাঁশিতে সুর তুলে ক্লান্তি দূর করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।