বাড়ির আঙ্গিনা, ফসলের মাঠ, নদীর তীরে কৃষকরা এখন ব্যস্ত সময় পার করছেন চাষাবাদের কাজে।
সকাল থেকে বিকেল র্পযন্ত আলু, টমেটো, বাঁধাকপি, ফুলকপি, ধনিয়া পাতা, লাল শাক, পুঁই শাক, লাউ শাক প্রভৃতি শাক-সবজি পরির্চযায় মগ্ন এখন কৃষকরা।
শীতের কুয়াশা মাড়িয়ে শাক-সবজির চারায় পানি দেওয়া, সার দেওয়া, আগাছা পরিষ্কারসহ মাটির নিবিড় পরিচর্যায় সময় কাটছে কিষাণ-কিষাণীদের।
ইতোমধ্যে শীতের অনেক শাক-সবজি বাজারে দেখা মিলছে। তবে পরিপূর্ণ শাক-সবজি বাজারে আসতে আরও কিছুদিন সময় লাগবে। আর এই সময়টাকে কাজে লাগাতে ব্যস্ত কৃষকরা।
কোদাল দিয়ে মাটি কুপিয়ে শাক-সবজি চাষাবাদের জন্য উপযুক্ত করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
এসআরএস