বিশ্বের সবচেয়ে লম্বা বিয়ের পোশাকটি উন্মোচন করা হয় ফ্রান্সের কড্রি শহরে। উন্নতমানের লেসের পোশাক তৈরিতে এ শহর প্রসিদ্ধ।
নির্মাণ প্রতিষ্ঠান ডায়নামিক প্রোজেক্টসের উদ্যোগে ১৫ জন স্বেচ্ছাসেবী দুই মাস ধরে তৈরি করেন এবারের রেকর্ডধারী পোশাকটি। পোশাকটি পরিমাপের পর তা এযাবতকালের দীর্ঘতম বিয়ের পোশাক বলে স্বীকৃতি দেয় গিনেস বুকের বিচারক।
স্বীকৃতির সব আনুষ্ঠানিকতা শেষ হলে পোশাক নির্মাতারা এটিকে কেটে অনেকগুলো বিয়ের পোশাক হিসেবে বিক্রি করেন। বিক্রি থেকে আয়ের পুরো অর্থ দাতব্য প্রতিষ্ঠানে দান করা হয়।
বাংলাদেশ সময়: ০৩০০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
এনএইচটি/এএ