ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

বিবর্তনবাদের জনক চার্লস ডারউইনের জন্ম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
বিবর্তনবাদের জনক চার্লস ডারউইনের জন্ম চার্লস ডারউইন

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

১২ ফেব্রুয়ারি ২০১৮, সোমবার। ৩০ মাঘ, ১৪২৪ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১৫০২ - ভাস্কো দা গামা পর্তুগালের লিসবন থেকে ভারতের দিকে তার দ্বিতীয় নৌ যাত্রা শুরু করেন।
১৫৫৪ - নয়দিন ধরে ইংল্যান্ডের সিংহাসন দাবির এক বছর পর লেডি জেন গ্রেকে রাজদ্রোহিতার অভিযোগে শিরশ্চ্ছেদ করা হয়।
১৮৩২ - ইকুয়েডর গালাপাগোস দ্বীপপুঞ্জ একীভূত করে।
১৯২১ - জর্জিয়ায় বলশেভিকদের বিদ্রোহ শুরু।
১৯৬১ - শুক্র গ্রহের দিকে সোভিয়েত ইউনিয়ন ভেনেরা-১ মহাকাশযান উৎক্ষেপণ করে।

জন্ম
১৫৬৭ - থমাস চেম্পিয়ন, ব্রিটিশ সুরকার ও কবি।
১৭৯৪ - আলেক্সান্ডার পেত্রভ, রাশিয়ান দাবাড়ু ও সুরকার।
১৮০৯ - চার্লস ডারউইন, ব্রিটিশ জীববিজ্ঞানী, বিবর্তনবাদের জনক। যুক্তরাজ্যের এক সম্ভ্রান্ত পরিবারে তার এবং তার বাবা ছিলেন একজন নামকরা চিকিৎসক। তিনিই প্রথম প্রত্যক্ষ পর্যবেক্ষণের মাধ্যমে বিবর্তনবাদের ধারণা দেন। তিনিই সর্বপ্রথম অনুধাবন করেন সব ধরনের প্রজাতিই কিছু সাধারণ পূর্বপুরুষ থেকে এসেছে এবং তার এ পর্যবেক্ষণটি সাক্ষ্য-প্রমাণ দিয়ে প্রতিষ্ঠা করেন। প্রাণিজগতের শাখা-প্রশাখায় ভাগ হওয়ার বিষয়টাকে তিনি প্রাকৃতিক নির্বাচন হিসাবে অভিহিত করেন।

তার জীবদ্দশাতেই বিবর্তনবাদ একটি তত্ত্ব হিসাবে বিজ্ঞানী সমাজ ও অধিকাংশ সাধারণ মানুষের কাছে স্বীকৃতি লাভ করে। তবে ১৯৩০ থেকে ১৯৫০ সালের দিকে আধুনিক বিজ্ঞানীরা বিবর্তনিক সংশ্লেষের মাধ্যমে বিবর্তন প্রক্রিয়ায় প্রাকৃতিক নির্বাচনের গুরুত্ব আরও ভালোভাবে অনুধাবন করা সম্ভব হয়। ডারউইনের আরেকটি বৈজ্ঞানিক আবিষ্কার- জীববিজ্ঞানের একত্রীকরণ তত্ত্ব, যা জীববৈচিত্র্যের ব্যাখ্যা দেয়। ১৮৮২ সালের ১৯ এপ্রিল ডারউইন মৃত্যুবরণ করেন। ডারউইনকে ওয়েস্টমিনস্টার অ্যাবিতে বিজ্ঞানী জন হার্শেল ও আইজ্যাক নিউটনের সমাধির পাশে সমাহিত করা হয়।

১৮০৯ - আব্রাহাম লিংকন, মার্কিন যুক্তরাষ্ট্রের ১৬তম রাষ্ট্রপতি।
১৮৬১ - ফ্রাঙ্ক রিনহার্ট‌, মার্কিন ফটোগ্রাফার।
১৮৯৭ - লিংকন লাপাজ, মার্কিন জ্যোতির্বিজ্ঞানী।
১৯৪২ - এহুদ বারাক, ইসরায়েলি জেনারেল, রাজনীতিবিদ ও ১০ম প্রধানমন্ত্রী।
১৯৪৩ - আখতারুজ্জামান ইলিয়াস, বাংলাদেশি কথাসাহিত্যিক।
১৯৯১ - পেট্রিক হারমান, জার্মান ফুটবলার।

মৃত্যু
১৮০৪ - ইমানুয়েল কান্ট, জার্মান দার্শনিক।
১৯১৬ - রিচার্ড ডেডেকিন্ট, জার্মান গণিতবিদ।
১৯৩৪ - সূর্য সেন, ব্রিটিশবিরোধী বাঙালি বিপ্লবী।
১৯৪৭ - মোসেস গোমবার্গ‌, মার্কিন রসায়নবিদ।
১৯৬০ - অস্কার এন্ডারসন, জার্মান গণিতবিদ।
১৯৬১ - অতুলচন্দ্র গুপ্ত, বাঙালি সাহিত্যিক এবং বিশিষ্ট আইনজীবী।
১৯৭৫ - মহীউদ্দিন, সাম্যবাদী ধারার বাঙালি কবি।
১৯৮২ - ভিক্টোর জোরি, মার্কিন অভিনেতা।
২০১৪ - জন পিকস্টোন, ব্রিটিশ ইতিহাসবিদ ও লেখক।

বাংলাদেশ সময়: ০০০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৮
এনএইচটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।