ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

প্রথম ওড়ে বাংলাদেশের পতাকা

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, মার্চ ১, ২০১৮
প্রথম ওড়ে বাংলাদেশের পতাকা প্রথম ওড়ে বাংলাদেশের পতাকা

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

০২ মার্চ ২০১৮, শুক্রবার। ১৮ ফাল্গুন, ১৪২৪ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১৫২৫ - হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট ওসমানীয় সেনারা দখল করে নেয়।
১৮০১ - স্পেন ও পর্তুগালের মধ্যে ‘কমলন যুদ্ধ’ শুরু হয়।
১৮৯৬ - ফরাসি পদার্থ বিজ্ঞানী এন্টনি হেনরি বেকুইরেল প্রাকৃতিক তেজস্ক্রিয়তার বিষয়টি আবিষ্কার করেন।
১৯১৭ - পুয়ের্তো রিকো মার্কিন অধিকৃত অঞ্চলে পরিণত হয়।
১৯৪২ - দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান ম্যানিলা দখল করে।
১৯৪৮ - সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত।
১৯৫৬ - মরক্কো ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা ফিরে পায়।
১৯৭১ - ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে ছাত্র সমাবেশে প্রথমবারের মতো ওড়ানো হয় বাংলাদেশের পতাকা। ওই পতাকাটি বাংলাদেশের বর্তমান জাতীয় পতাকার মতো দেখতে হলেও, এর মাঝখানের লাল বৃত্তের মধ্যে হলুদ রঙে আঁকা ছিল বাংলাদেশের মানচিত্র। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে এই নকশার পতাকাটিই ব্যবহৃত হয়।  

সেদিনের পতাকা উত্তোলনের মধ্য দিয়েই এদেশের ছাত্র-জনতা স্বাধীনতা সংগ্রামের অগ্নিমন্ত্রে উজ্জীবিত হয় এবং স্বাধীনতা অর্জনের পথে যাত্রা শুরু করে। অনুভব করে বাংলাদেশ নামের একটি পৃথক রাষ্ট্রীয় সত্তার। সবার মনে জানান দেয় স্বাধীন বাংলাদেশের কোনো বিকল্প নেই।

লাল-সবুজের পতাকা বাংলার মাটিতে প্রথম উত্তোলন করেন তৎকালীন ছাত্রনেতা আ স ম আবদুর রব। পতাকাটি এঁকেছিলেন শিবনারায়ণ দাশ। পতাকা তৈরির জন্য কাপড় দিয়েছিলেন ঢাকা নিউমার্কেটের অ্যাপোলো টেইলার্সের মালিক বজলুর রহমান লস্কর।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ২৩ মার্চ তার বাসভবনে এ পতাকা উত্তোলন করেন। স্বাধীনতার পর ১৯৭২ সালে লাল-সবুজের মাঝখান থেকে মানচিত্রের অংশটি বাদ দিয়ে কামরুল হাসান যে রূপ দান করেন সেইটিই বর্তমানের জাতীয় পতাকা। প্রতিবছর ২ মার্চ বাংলদেশে জাতীয় পতাকা দিবস পালিত হয়।

১৯৯৫ - কোপেন হেগেনে সামাজিক উন্নয়ন সম্পর্কিত বিশ্ব সম্মেলন শুরু হয়।
১৯৯৯ - ঢাকায় ডি-৮ শীর্ষ সম্মেলন সমাপ্তি।
২০০০ - ব্রিটেনে আটক চিলির সাবেক স্বৈরশাসক আগাস্তো পিনোশের মুক্তি লাভ।

জন্ম
১৮৯৮ - মোহাম্মদ বরকত উল্লাহ, সাহিত্যিক।

মৃত্যু
১৭৯১ - জন ওয়েসলি, পদ্ধতিবাদের জনক।
১৮৪৫ - রামচন্দ্র বিদ্যাবাগীশ, অভিধানকার ও পণ্ডিত। ১৮১৮ সালে তিনি বাংলা ভাষার প্রথম অভিধান সংকলন করেন।
১৯৩০ - ডি এইচ লরেন্স, ব্রিটিশ কথাসাহিত্যিক ও কবি।
১৯৩৯ - হাওয়ার্ড কার্টার, ব্রিটিশ মিশরতত্ত্ববিদ ও চিত্রশিল্পী।
১৯৪৯ - সরোজিনী নাইডু, ভারতীয় বাঙালি স্বাধীনতা সংগ্রামী।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, মার্চ ০২, ২০১৮
এনএইচটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।