শুক্রবার (২ মার্চ) সন্ধ্যায় একাডেমির শিল্পপ্রাঙ্গণে পূর্ণিমা তিথিতে ‘সাধুসঙ্গ’ অনুষ্ঠানে স্বাগত বক্তবে এ মন্তব্য করেন তিনি।
এসময় তিনি বলেন, ফকির লালন শাহ বেঁচে থাকা অবস্থায় ভক্তদের নিয়ে দোল পূর্ণিমা তিথিতে সাধুসঙ্গের ডাক দিতেন।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি তৃতীয়বারের মতো আয়োজন করেছে এ সাধুসঙ্গের। সন্ধ্যায় আয়োজনের শুরুতেই পরিবেশিত হয় প্রার্থনা সঙ্গীত।
অনুষ্ঠানে বাউল সঙ্গীত পরিবেশন করেন কুষ্টিয়ার লালন একাডেমির শিল্পী আনু ফকির, শাহাদাৎ ফকির, আব্দুল কুদ্দুস, বিধান শাহ্, আকলিমা ফকিরানী ও শিল্পী গোলাপী। এসময় তারা-মন চোরা পরে ধরা, ধন্য ধন্য বলি তারে ও মিলন হবে কতো দিনে’সহ বিভিন্ন লালনগীতি পরিবেশন করেন।
বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা; মার্চ ০২, ২০১৮
এইচএমএস/এসআই