তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।
১৫ মার্চ ২০১৮, বৃহস্পতিবার। ১ চৈত্র, ১৪২৪ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনা
• ১৫৬৪ - মুঘল সম্রাট আকবর জিজিয়া কর তুলে দেন।
• ১৮২০ - যুক্তরাষ্ট্রের ২৩তম অঙ্গরাজ্য হিসেবে অন্তর্ভুক্ত হয় মেইন।
• ১৮৯২ - লিভারপুল ফুটবল ক্লাব প্রতিষ্ঠিত হয়।
• ১৮৪৮ - বুদাপেস্টে হাঙ্গেরি বিপ্লবের সূচনা।
• ১৮৭২ - ভারতীয় সাক্ষ্য আইন প্রবর্তন।
• ১৯১৭ - রাশিয়ার জার ক্ষমতা ত্যাগ করেন।
• ১৯৩৭ - শিকাগোতে পৃথিবীর প্রথম ব্লাডব্যাংক চালু।
• ১৯৭২ - বাংলাদেশ থেকে ভারতীয় সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা।
• ১৯৮৫ - প্রথম ইন্টারনেট ডোমেইন symbolics.com-এর নাম নিবন্ধিত হয়।
• ১৯৯০ - মিখাইল গর্বাচেভ সোভিয়েত ইউনিয়নের প্রথম সভাপতি হিসেবে নির্বাচিত হন।
জন্ম
• ২৭০ - সেন্ট নিকোলাস, গ্রিক বিশপ।
• ১৮৫৪ - এমিল ভন বেহরিং, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান জীববিজ্ঞানী।
• ১৯০২ - কাজিরো ইয়ামামোতো, জাপানি চলচ্চিত্র পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্য লেখক।
• ১৯২৭ - বেদারউদ্দিন আহমদ, বাঙালি নজরুলগীতি ও উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী। কলকাতা বেতার কেন্দ্রে তিনি নিয়মিত সঙ্গীত পরিবেশন করতেন। ১৯৪৭ সালে দেশভাগের পর তিনি এ বাংলায় এসে ঢাকা বেতার কেন্দ্রে শিল্পী হিসেবে যোগ দেন এবং নিয়মিত সঙ্গীত পরিবেশন করেন। বেদারউদ্দিন ছিলেন বুলবুল ললিতকলা একাডেমি প্রতিষ্ঠার অন্যতম উদ্যোক্তা। তিনি দীর্ঘদিন এ প্রতিষ্ঠানের অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। সঙ্গীতে অবদানের জন্য তিনি ১৯৭৪ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন এবং ১৯৮০ সালে বাংলাদেশ সরকার তাকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদকে ভূষিত করে।
• ১৯৪৩ - ডেভিড ক্রোনেনবার্গ, কানাডিয়ান চলচ্চিত্র পরিচালক এবং অভিনেতা।
মৃত্যু
• ১৯৩৯ - রায়বাহাদুর জলধর সেন, বাঙালি ভ্রমণ কাহিনী, রম্যরচনা ও উপন্যাস লেখক। ১৮৬০ সালের ১৩ মার্চ কুষ্টিয়ায় তিনি জন্মগ্রহণ করেন। গ্রামবার্তা, সাপ্তাহিক বসুমতী, হিতবাদী, সুলভ সমাচার প্রভৃতি সাময়িক পত্রিকায় তিনি সম্পাদক বা সহ-সম্পাদক হিসাবে যুক্ত ছিলেন। সাহিত্যকর্মের জন্য ব্রিটিশ সরকার তাকে ‘রায় বাহাদুর’ উপাধি দেয়। তার রচিত উপন্যাসের মধ্যে দুঃখিনী, অভাগী, উৎস প্রভৃতি উল্লেখযোগ্য। তার সম্পাদিত বইয়ের মধ্যে উল্লেখযোগ্য হরিনাথ গ্রন্থাবলী ও প্রমথনাথের কাব্য গ্রন্থাবলী প্রভৃতি। ১৯৩৯ সালের ১৫ মার্চ কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন।
• ২০০৮ - ছয়ের উদ্দিন আহমেদ, রংপুর অঞ্চলের একজন বাম ধারার রাজনীতিবিদ ও সমাজ সংস্কারক।
বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৮
এনএইচটি/এইচএ/