তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।
২১ মার্চ ২০১৮, বুধবার। ৭ চৈত্র, ১৪২৪ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনা
১১৮৮ - জাপান সম্রাট আংকুটুর সিংহাসনে আরোহণ করেন।
১৪১৩ - পঞ্চম হেনরি ইংল্যান্ডের রাজা হিসেবে অভিষিক্ত হন।
১৭৯১ - ব্রিটিশ সৈন্যরা টিপু সুলতানের কাছ থেকে ব্যাঙ্গালোর দখল করে।
১৮০১ - আলেকজান্দ্রিয়ার যুদ্ধে জেনারেল এবারক্রম্বির নেতৃত্বে ব্রিটিশবাহিনী ফরাসিদের পরাজিত করে।
১৮৩৬ - কলকাতায় প্রথম গ্রন্থাগার স্থাপিত হয়।
১৯১৭ - বিপ্লবীবাহিনীর হাতে রাশিয়ার জার গ্রেফতার হন।
১৯৬৫ - মার্টিন লুথার কিং নাগরিক অধিকার মার্চ শুরু করেন।
১৯৭৭ - পার্লামেন্ট নির্বাচনে নিজ আসনে পরাজিত হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পদত্যাগ।
১৯৮৫ - বাংলাদেশে গণভোট অনুষ্ঠিত হয়।
১৯৯০ - দক্ষিণ আফ্রিকার কাছ থেকে নামিবিয়া স্বাধীনতা লাভ করে।
২০০৬ - টুইটার প্রতিষ্ঠিত হয় ৷
জন্ম
১৬০৯ - দ্বিতীয় কাজিমিয়ের্জ, পোল্যান্ডের রাজা।
১৬৮৫ - জোহান সেবাস্টিয়ান বাখ, জার্মান সুরকার।
১৭৬৮ - জোসেফ ফুরিয়ে, প্রখ্যাত ফরাসি গণিতবিদ।
১৮৮৪ - জর্জ ডেভিড বার্কফ, মার্কিন গণিতবিদ।
১৮৮৭ - মানবেন্দ্র নাথ রায়, ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা।
১৯১৬ - ওস্তাদ বিসমিল্লাহ খান, ভারতীয় সানাই বাদক।
১৯৫৫ - বব বেন্নেট, মার্কিন গায়ক, গীতিকার।
১৯৬১ - লোথার ম্যাথেয়াস, প্রসিদ্ধ জার্মান ফুটবল খেলোয়াড়
১৯৭৮ - রানী মুখার্জী, ভারতীয় অভিনেত্রী।
মৃত্যু
১৬৭৬ - হেনরি সভ্যাল, ফরাসি ইতিহাসবিদ।
২০০৩ - অসিতকুমার বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক, গবেষক ও পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির ভূতপূর্ব সভাপতি। ১৯১৫ সালের ৩ জুন উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ মহকুমায় তিনি জন্মগ্রহণ করেন। নয় খণ্ডে প্রকাশিত ‘বাংলা সাহিত্যের ইতিবৃত্ত’ তার একটি হিমালয়-প্রতিম কীর্তি এবং এ গ্রন্থটির জন্য তিনি সমাজে সর্বস্তরে বিশেষ শ্রদ্ধার আসন অধিকার করে আছেন। তার অন্যান্য গ্রন্ত্রের মধ্যে ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধ ও বাংলা সাহিত্য, বাংলা সাহিত্যে বিদ্যাসাগর, সাহিত্য জিজ্ঞাসায় রবীন্দ্রনাথ ইত্যাদি উল্লেখযোগ্য। তিনি এশিয়াটিক সোসাইটির বাংলা ভাষা ও সাহিত্যের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় গবেষক ছিলেন। ১৯৮১ সালে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক বুদ্ধমহাভাব মহাসম্মেলনে যোগ দেন এবং ১৯৯৬ সালে অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ে অতিথি অধ্যাপক হিসাবে ভাষণ দেন।
বাংলাদেশ সময়: ০০২০ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
এনএইচটি/এএ