বরেণ্য শিল্পী আবদুস শাকুর শাহ বিভিন্ন সময় এঁকেছেন মুক্তিযুদ্ধকে, তুলে ধরেছেন যুদ্ধদিনের নানা স্মৃতিকর্ম। স্বাধীনতার মাসে এ শিল্পীর আঁকা মুক্তিযুদ্ধের চিত্রকর্ম নিয়ে শনিবার (২৪ মার্চ) শুরু হয়েছে বিশেষ প্রদর্শনী।
চিত্রকর্মের প্রদর্শনী ছাড়াও একই অনুষ্ঠানে শিল্পী আবদুস শাকুর শাহের চিত্রকর্ম ও রচনা নিয়ে প্রকাশিত হয়েছে ‘রেখাচিত্র ১৯৭১’ শিরোনামের গ্রন্থ। অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন ও প্রদর্শনীর উদ্বোধন করেন কবি ও স্থপতি রবিউল হুসাইন, শিল্পসমালোচক নজরুল ইসলাম ও বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী।
আয়োজকরা জানান, চিত্রশিল্পী আবদুস শাকুর শাহের বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত হয়েছে এ প্রদর্শনী। এ আয়োজনের নেপথ্যে কাজ করেছেন ফটো সাংবাদিক মোহাম্মদ আসাদ। মূলত তার উৎসাহে শিল্পী আবদুস শাকুর মুক্তিযুদ্ধের বই ও প্রদর্শনীর আয়োজন করেন।
মুক্তিযুদ্ধভিত্তিক বই ও প্রদর্শনী সম্পর্কে অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে শিল্পী আবদুস শাকুর শাহ বলেন, মুক্তিযুদ্ধ নিয়ে আমার রয়েছে নিজস্ব অনুভব ও অনুপ্রেরণা। মুক্তিযুদ্ধ নিয়ে নানা সময় কাজ করেছি, ছবি এঁকেছি। ছবির সংখ্যা নেহায়েত কম নয়। সেসব একসঙ্গে করে মূলত ফটো সাংবাদিক মোহাম্মদ আসাদের উৎসাহে মুক্তিযুদ্ধ নিয়ে বই ও প্রদর্শনীর আয়োজন।
কবি ও স্থপতি রবিউল হুসাইন বলেন, চিত্রকর্মে আবদুস শাকুর শাহের নিজস্ব ঘরানা রয়েছে। ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মিশেলে তিনি ক্যানভাসে তুলে ধরেছেন অন্য এক বাংলাদেশ ও প্রকৃতিকে। মুক্তিযুদ্ধকে তিনি অন্য ব্যঞ্জনায় উপস্থাপন করেছেন।
শিল্পভুবনে ফোক মোটিভ নিয়ে বেশি পরিচিত শিল্পী আবদুস শাকুর শাহ। ফোক মোটিভ ছাড়াও তিনি ক্যানভাসে তুলে ধরেছেন মানুষের জীবন ও সংগ্রামকে। একইভাবে তিনি মুক্তিযুদ্ধ নিয়ে এঁকেছেন নানা চিত্রকর্ম। সব মিলিয়ে ৪৮টি চিত্রকর্ম নিয়ে আয়োজিত হয়েছে বিশেষ এ প্রদর্শনী।
শিল্প সমালোচক নজরুল ইসলাম বলেন, মুক্তিযুদ্ধ নিয়ে অনবদ্য চিত্রকর্ম করেছেন শিল্পী আবদুস শাকুর শাহ। শিল্প-সাহিত্য-সংস্কৃতির নানা মাধ্যমে মুক্তিযুদ্ধকে বার বার তুলে ধরতে হবে। তরুণ প্রজন্মকে জানাতে হবে বাঙালির শ্রেষ্ঠ গৌরবের কথা। কেননা মুক্তিযুদ্ধই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণার উৎস।
প্রদর্শনীর শেষ হবে ২ এপ্রিল। প্রদর্শনী খোলা থাকবে প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত।
বাংলাদেশ সময়: ১০১১ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৮
এইচএমএস/আরআর