ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে 

বিশ্ববিখ্যাত সেতারবাদক রবি শংকরের জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৮
বিশ্ববিখ্যাত সেতারবাদক রবি শংকরের জন্ম বিশ্ববিখ্যাত সেতারবাদক রবি শংকরের জন্ম

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

০৭ এপ্রিল ২০১৮, শনিবার। ২৪ চৈত্র, ১৪২৪ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১৭৯৮ - তুরস্কের তৃতীয় সেলিম রাজসিংহাসনে অধিষ্ঠিত হন।
১৮১৮ - ব্রিটিশ সরকার ‘বিনা বিচারে আটক’ আইন কার্যকর করে।
১৯৩৭ - আলবেনিয়া দখলের জন্য হামলা শুরু করে ইতালি।
১৯৪৮ - বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠিত হয়। এটি জাতিসংঘের একটি সহযোগী সংস্থা। আন্তর্জাতিক জনস্বাস্থ্য বিষয়ে সমন্বয়কের ভূমিকা পালন করে প্রতিষ্ঠানটি। এর সদর দফতর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
১৯৫৬ - মরক্কোর স্বাধীনতা লাভ।
১৯৭৩ - বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু।

জন্ম
১৭৭০ - উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, ব্রিটিশ কবি।
১৭৭২ - শার্ল ফুরিয়ে, ফরাসি কল্পবাদী সমাজতন্ত্রী।
১৮৮৯ - গ্যাবরিয়েলা মিসট্রল, ল্যাটিন আমেরিকার প্রসিদ্ধ কবি ও লেখক।
১৮৯৭ - তুলসী লাহিড়ী, নাট্যকার, অভিনেতা, সুরকার ও বাংলা ছায়াছবির জনপ্রিয় চিত্রনাট্যকার।
১৯২০ - রবি শংকর, প্রখ্যাত ভারতীয় বাঙালি সঙ্গীতজ্ঞ। সেতার বাজানোয় কিংবদন্তিতুল্য প্রতিভার কারণে তিনি বিশ্বদরবারে সুপরিচিত। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের মাইহার ঘরানার স্রষ্টা আচার্য আলাউদ্দীন খান সাহেবের শিষ্য রবি শংকর ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত ও এর ঐতিহ্যকে ১৯৬০-এর দশকে পাশ্চাত্য বিশ্বের কাছে প্রথম তুলে ধরেন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের স্বপক্ষে প্রচার ও মানবিক সহায়তার জন্য জর্জ হ্যারিসনের উদ্যোগে নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে আয়োজিত ‘কনসার্ট ফর বাংলাদেশ’ অনুষ্ঠানে তিনি সেতার বাজিয়েছিলেন। পণ্ডিত রবি শংকরই মূলত এই অনুষ্ঠানের জন্য জর্জ হ্যারিসনকে উদ্বুদ্ধ করেছিলেন। ২০১২ সালের ১১ ডিসেম্বর তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পরলোকগমন করেন।
১৯৪৪ - গেরহার্ট শ্রোডার, জার্মান রাজনীতিবিদ।

মৃত্যু
১৯৪৭ - হেনরি ফোর্ড, মার্কিন মোটরযান নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ড মোটরের প্রতিষ্ঠাতা।
১৯৫২ - আবদুস সালাম, ভাষা শহীদ। বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের সামনে ১৪৪ ধারা ভেঙে তিনি বিক্ষোভে অংশ নেন। পরে বিক্ষোভরত ছাত্র-জনতার ওপর পুলিশ এলোপাতাড়ি গুলি চালালে তিনি গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দেড় মাস চিকিৎসাধীন থাকার পর ৭ এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন।
২০০৭ - ব্যারি নেলসন, মার্কিন অভিনেতা।
২০১২ - মিস রেড, ব্রিটিশ লেখক।

বাংলাদেশ সময়: ০০৫৮ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৭
এনএইচটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।