ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

জোয়ান অব আর্ক ও ভলতেয়ারের প্রয়াণ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, মে ২৯, ২০১৮
জোয়ান অব আর্ক ও ভলতেয়ারের প্রয়াণ জোয়ান অব আর্ক ও ভলতেয়ারের প্রয়াণ

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

৩০ মে ২০১৮, মঙ্গলবার। ১৬ জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•    ১৬৩১ - ফ্রান্সের প্রথম সংবাদপত্র লা গ্যাজেট প্রকাশিত হয়।
•    ১৮০৭ - মোস্তফা চতুর্থ তুরস্কের সুলতান সেলিম তৃতীয়কে ক্ষমতাচ্যুত করেন।
•    ১৮৯৯ - কলকাতার ঘরে ঘরে বৈদ্যুতিক সরবরাহ শুরু।
•    ১৯১৩ - আলবেনিয়া নতুন রাষ্ট্রের মর্যাদা পায়।
•    ১৯৯১ - ক্রোয়েশিয়ার স্বাধীনতা ঘোষণা।

মৃত্যু
•    ১৪৩১ - জোয়ান অব আর্ক। ১৪১২ সালের ১৫ জানুয়ারি এক কৃষক পরিবারে তার জন্ম। পরাধীন ফ্রান্সের মুক্তিদাত্রী বীরকন্যা এবং রূপকথাতুল্য এক নেত্রী তিনি। ইংরেজদের সঙ্গে যুদ্ধের (১৩৩৭-১৪৫৩) সময় জোয়ান অব আর্ক ফ্রান্সের সৈন্যবাহিনীকে নেতৃত্ব দেন। তার মাধ্যমে ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যকার শতবর্ষব্যাপী যুদ্ধের অবসান ঘটে। কিন্তু ফ্রান্সের স্বাধীনতার পর ইংরেজরা জোয়ানকে বন্দি করার ফন্দি আঁটতে থাকে। এক পর্যায়ে বিশ্বাসঘাতকতার সুযোগ নিয়ে ইংরেজরা তাকে আটকও করে। পরে তাকে ডাইনি আখ্যা দিয়ে পুড়িয়ে মারা হয়। জোয়ানের জীবনী নিয়ে অনেক লেখালেখি, গান, নাটক ও চলচ্চিত্র নির্মিত হয়েছে। তার স্মরণে ফ্রান্সে নির্মিত হয়েছে অনেক স্মৃতিসৌধও।
•    ১৫৯৩ - ক্রিস্টোফার মার্লো, ব্রিটিশ নাট্যকার।
•    ১৭৪৪ - আলেকজান্ডার পোপ, ব্রিটিশ কবি।
•    ১৭৭৮ – ভলতেয়ার, খ্যাতনামা ফরাসি লেখক ও দার্শনিক। ১৬৯৪ সালের ২১ নভেম্বর জন্ম। তিনি নাগরিক স্বাধীনতার স্বপক্ষে, বিশেষত ধর্মের স্বাধীনতা ও ন্যায়বিচারের অধিকারের পক্ষে অবস্থান নেওয়ার জন্য বিখ্যাত ছিলেন। ফ্রান্সের কঠোর আইন উপেক্ষা করে সামাজিক সংস্কারের অন্যতম প্রবক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
•    ১৭৭৮ - ফ্রান্সোয়া মেরি আরোয়া, ফ্রান্সের বিখ্যাত দার্শনিক ও লেখক।
•    ১৯০৩ - আলেকজান্ডার আর্বোনোভিচ, সার্বিয়ার রাজা।
•    ১৯১২ - উইলবার রাইট, প্লেন আবিষ্কারক।
•    ১৯৬০ - বোরিস পাস্তারনাক, নোবেলজয়ী রুশ কথাসাহিত্যিক।
•    ১৯৬৫ - লুই ইয়েল্মস্লেভ, ড্যানিশ ভাষাবিজ্ঞানী।

বাংলাদেশ সময়ত: ০০০৪ ঘণ্টা, মে ৩০, ২০১৮
এনএইচটি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।