ধারণা করা হয়, ‘স্কেচ অব দ্য অ্যানালিটিক্যাল ইঞ্জিন’ নামের ৫০ পৃষ্ঠার দুর্লভ বইটির মাত্র ছয়টি কপি রয়েছে।
বিখ্যাত গণিতবিদ চার্লস ব্যাবেজের সঙ্গে কাজ করতেন অ্যাডা লাভলেস।
সম্প্রতি অ্যাডা লাভলেসের সন্ধান পাওয়া দুর্লভ বইটিতে তার স্বাক্ষরও রয়েছে। বইটিতে ব্যাবেজের একটি প্রেজেন্টেশনের অনুবাদও রয়েছে। ব্যাবেজ ওই প্রেজেন্টেশনটি ইতালির তুরিনে দিয়েছিলেন।
ইংল্যান্ডের কোসটওল্ডে এক দম্পতি আবর্জনার স্তূপে দুর্লভ বইটি খুঁজে পান। তারা অবশ্য বুঝতেই পারেননি তারা কতো গুরুত্বপূর্ণ একটি বইয়ের সন্ধান পেয়েছেন।
নিলামে ওঠার পর বইটির দাম ওঠে ৯৫ হাজার পাউন্ড (১ কোটি ৫ লাখ টাকা)। ফি-সহ দুর্লভ বইটির মোট নিলাম মূল্য হয় ১ লাখ ১৪ হাজার পাউন্ড (১ কোটি ২৭ লাখ টাকা)।
নিলামকারী ফিলিপ বলেন, বইটিতে গণিতের অনেক তত্ত্ব রয়েছে। বইটি আবর্জনার স্তূপে ছিল। যে বইটি খুঁজে পেয়েছেন তাকে আমি বলি, বইটির কারণে আপনি ৩০ হাজার পাউন্ড পেতে পারেন। সে আমার কথাতো বিশ্বাস করেননি। উল্টো একটু হেসে, আমাকে এড়িয়ে গেছেন!
বাংলাদেশ সময়: ০১০৮ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৮
এএইচ/এএ