০৮ আগস্ট ২০১৮, বুধবার। ২৪ শ্রাবণ, ১৪২৫ বঙ্গাব্দ।
ঘটনা
১৫৪৯ - ফ্রান্স ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৮৬৪ - জেনেভায় রেডক্রস গঠিত হয়।
১৯০৬ - বিপিনচন্দ্র পালের সম্পাদনায় ইংরেজি দৈনিক ‘বন্দেমাতরম’ প্রথম প্রকাশিত হয়।
১৯৬৭ - দক্ষিণ এশীয় জাতিগুলোর সংস্থা আশিয়ান প্রতিষ্ঠিত হয়।
১৯৮৮ - দক্ষিণ আফ্রিকা, কিউবা ও অ্যাঙ্গোলায় যুদ্ধবিরতি ঘোষিত হয়।
জন্ম
১৭৩২ - ইয়োহান ক্রিস্টফ আডেলুং, জার্মান ভাষাবিজ্ঞানী।
১৮৮৯ - জ্যাক রাইডার, অস্ট্রেলিয়ান ক্রিকেটার।
১৯৩১ - রজার পেনরোজ, ব্রিটিশ গাণিতিক-পদার্থবিজ্ঞানী।
১৯৮১ - রজার ফেদেরার, সুইস টেনিস খেলোয়াড়। ২ ফেব্রুয়ারি, ২০০৪ তারিখ থেকে ২০০৮ সালের শেষভাগ পর্যন্ত টানা ২৩৭ সপ্তাহ বিশ্বের ১ নম্বর টেনিস খেলোয়াড় ছিলেন, যা একটি রেকর্ড। তিনিই একমাত্র খেলোয়াড় যিনি পরপর পাঁচ বছর উইম্বলডন (২০০৩-২০০৭) ও ইউএস ওপেন (২০০৪-২০০৮) শিরোপা জিতেছেন।
মৃত্যু
১৮২৪ - ফ্রিড্রিশ আউগুস্ট ভোল্ফ, জার্মান ভাষাতাত্ত্বিক ও সমালোচক।
বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৮
এনএইচটি/এএ