১২ আগস্ট, ২০১৮, রোববার। ২৮ শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ।
ঘটনা
১৬৭৬ - নিউ ইংল্যান্ডে নেটিভ আমেরিকানদের যুদ্ধের সমাপ্তি।
১৭৬৫ - মোঘল সম্রাট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি তুলে দেন।
১৮৭৭ - টমাস এডিসন গ্রামোফোন উদ্ভাবন করেন।
১৯০১ - বিপিনচন্দ্র পাল সাপ্তাহিক ‘নিউ ইন্ডিয়া’ প্রকাশ করেন।
১৯৫৩ - সোভিয়েত ইউনিয়নের পরমাণু অস্ত্র পরীক্ষা শুরু হয়।
১৯৬০ - প্রথম যোগাযোগ উপগ্রহ ইকো-১ মহাশূন্যে উৎক্ষেপণ করা হয়।
১৯৭১ - মুক্তিবাহিনী কর্তৃক আড়িখোলা ব্রিজ ধ্বংস হয়।
১৯৭৮ - জাপান ও চীনের মধ্যে শান্তি ও মৈত্রী চুক্তি স্বাক্ষর হয়।
জন্ম
১৮৮৭ - এরউইন শ্রোডিঙ্গার, অস্ট্রিয়ান পদার্থবিদ।
১৮৯১ - ফ্র্যাডেরিক চালমার্স বোর্ন, পূর্ব বাংলার প্রথম গভর্নর।
১৮৯৫ - অহীন্দ্র চৌধুরী, বাঙালি অভিনেতা।
মৃত্যু
১৮২৭ - উইলিয়াম ব্লেক, ব্রিটিশ কবি ও শিল্পী। ১৭৫৭ সালের ২৮ নভেম্বর জন্ম। জীবদ্দশায় যথেষ্ট স্বীকৃতি না পেলেও বর্তমানে তাকে রোমান্টিক যুগের কবিতা এবং চিত্রশিল্পের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একজন বিবেচনা করা হয়। খেয়ালি মেজাজ ও অনন্য দৃষ্টিভঙ্গির কারণে সমসাময়িকদের অনেকে তাকে পাগল ভাবতেন। কিন্তু পরবর্তী যুগের সমালোচকরা তার প্রকাশভঙ্গী ও সৃজনশীলতা এবং তার লেখা ও ছবির দার্শনিক ও আধ্যাত্মিক অন্তঃসার দেখে মুগ্ধ হয়েছেন। ১৮৫৭ সালের ১২ আগস্ট মৃত্যুবরণ করেন।
১৮৪৮ - জর্জ স্টিফেনসন, স্টিম ইঞ্জিনের রূপকার ও ব্রিটিশ উদ্ভাবক।
১৯৫৫ - জার্মান লেখক, নোবেল বিজয়ী টমাস মান।
১৯৬০ - ইন্দিরা দেবী চৌধুরানী, সঙ্গীতশিল্পী ও সাহিত্যিক।
বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৮
এনএইচটি/এমজেএফ