২৪ আগস্ট, ২০১৮, শুক্রবার। ৯ ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ।
ঘটনা
১৬০৮ - সরকারিভাবে ইংলিশ প্রতিনিধি প্রথমবার ভারতের সুরাটে আসেন।
১৬৯০ - ব্রিটিশ ব্যবসায়ী জব চার্নক সদলে সুতানুটিতে ইংল্যান্ডের জাতীয় পতাকা ওড়ান। দিনটিকে কলকাতা নগরীর পত্তন দিবস হিসেবে ধরা হয়।
১৮১৪ - ব্রিটিশ সেনাদল ওয়াশিংটন ডিসি অধিকার করে এবং হোয়াইট হাউস জ্বালিয়ে দেয়।
১৮২১ - মেক্সিকো স্পেনের উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে।
১৮৭৫ - ক্যাপ্টেন ম্যাথুওয়েব সাঁতারে প্রথম ইংলিশ চ্যানেল পাড়ি দেন।
১৯১৪ - প্রথম বিশ্বযুদ্ধে জার্মানবাহিনী নামুর দখল করে।
১৯৪৯ - উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা (ন্যাটো) গঠিত হয়।
১৯৬৬ - ভারতীয় সাঁতারু মিহির সেন জিব্রাল্টার প্রণালী অতিক্রম করেন।
১৯৮৯ - ৪৫ বছরের কমিউনিস্ট শাসনের পর পোল্যান্ডের প্রধানমন্ত্রী হলেন তাদেউজ মাজোউইকি।
১৯৯১ - তুর্ক মেনিয়ার সার্বভৌমত্ব ঘোষণা।
১৯৯১ - পূর্ব ইউরোপের দেশ ইউক্রেন সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে আলাদা হয়ে স্বাধীনতা লাভ করে।
জন্ম
১৮৯০ - হোর্হে লুই বোর্হেস, আর্জেন্টাইন সাহিত্যিক।
১৮৯৩ - কৃষ্ণচন্দ্র দে, সঙ্গীতশিল্পী ও সুরকার।
১৯২৯ - ইয়াসির আরাফাত, ফিলিস্তিনি নেতা ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী।
মৃত্যু
১৯২৭ - সাদ জগলুল পাশা, মিশরের জাতীয় নেতা।
১৯৫৪ - গেতুলিও বার্গাস, ব্রাজিলিয়ান স্বৈরশাসক।
১৯৮৮ - আবু জাফর শামসুদ্দীন, সাংবাদিক ও সাহিত্যিক। ১৯১১ সালের ১২ মার্চ গাজীপুরে জন্ম। তিনি ছিলেন একজন ধর্মনিরপেক্ষ ও প্রগতিশীল লেখক। উপন্যাস, ছোট গল্প ও মননশীল প্রবন্ধ লিখে তিনি খ্যাতি অর্জন করেন। তার রচিত ‘পদ্মা মেঘনা যমুনা’ বাংলা সাহিত্যের একটি অনন্য গ্রন্থ। এছাড়াও তার রচিত বেশ কিছু গ্রন্থ ইংরেজি, হিন্দি, উর্দু, মারাঠি, জাপানি ভাষায় অনুবাদ ও প্রকাশ হয়েছে। ১৯৮৮ সালের ২৪ আগস্ট মৃত্যু।
বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৮
এনএইচটি/এএ