ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

নিল আর্মস্ট্রংয়ের প্রয়াণ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৮
নিল আর্মস্ট্রংয়ের প্রয়াণ নিল আর্মস্ট্রংয়ের প্রয়াণ

ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

২৫ আগস্ট, ২০১৮, শনিবার। ১০ ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ।

একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় উগান্ডা।

জন্ম
১৮৭২ - স্যার আবদুল করিম গজনভি, বাঙালি রাজনীতিবিদ, অবিভক্ত বাংলার মন্ত্রী।
১৯৩০ - স্যার থমাস শন কনারি, একাডেমি পুরস্কার, গোল্ডেন গ্লোব ও বাফটা পুরস্কার বিজয়ী স্কটিশ অভিনেতা ও চলচ্চিত্র প্রযোজক।
১৯৬২ - তসলিমা নাসরিন, বাংলাদেশের বহুল আলোচিত নারীবাদী সাহিত্যিক।
১৯৪৭ - প্রবাল চৌধুরী, বাংলাদেশি সঙ্গীতশিল্পী।

মৃত্যু
১৮২২ - উইলিয়াম হার্শেল, জার্মান বংশোদ্ভুত ব্রিটিশ জ্যোতির্বিদ এবং সুরকার।
১৮৬৭ - মাইকেল ফ্যারাডে, ব্রিটিশ রসায়নবিদ এবং পদার্থবিজ্ঞানী।
১৯০৮ - অঁরি বেকেরেল, পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি পদার্থবিজ্ঞানী।
২০১২ - নিল আর্মস্ট্রং, মার্কিন নভোচারী। ১৯৩০ সালের ৫ আগস্ট জন্ম। চাঁদে অবতরণকারী প্রথম মানুষ হিসাবে পৃথিবীর ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। ১৯৬৯ সালের জুলাই মাসে এডউইন অলড্রিনকে সঙ্গে নিয়ে তিনি চাঁদের মাটিতে অবতরণ করেন এবং প্রায় আড়াই ঘণ্টা সেখানে অবস্থান করেন। ২০১২ সালের ২৫ আগস্ট ওহাইও’র সিনসিনাটিতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

বাংলাদেশ সময়: ০৩৫০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৮
এনএইচটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।