ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৮
সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্ম

ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলা নিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’

৭ সেপ্টেম্বর, ২০১৮, শুক্রবার। ২৩ ভাদ্র, ১৪২৫ বঙ্গাব্দ।

একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১৮১২ - নেপোলিয়নের নেতৃত্বে ফরাসিবাহিনী বোরোদিনের যুদ্ধে রুশদের পরাজিত করে।
১৮২২ - পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভ করে ব্রাজিল।
১৮৬০ - লেক মিশিগানে বাষ্পচালিত জাহাজ লেডি এলগিন ডুবে যায়। এ দুর্ঘটনায় ৪০০ যাত্রীর প্রাণহানি ঘটে।
১৯০৪ - দালাইলামার সঙ্গে ব্রিটেনের চুক্তি হয়।
১৯১১ - ফ্রান্সের ল্যুভর মিউজিয়াম থেকে বিখ্যাত চিত্রকর্ম মোনালিসা চুরির দায়ে ফরাসি কবি গুলম অ্যাপোলিনেয়ার গ্রেফতার হন।

জন্ম
১৫৩৩ - প্রথম এলিজাবেথ, ইংল্যান্ডের রানি।
১৭০৭ - কোঁত দ্য বুফোঁ, ফরাসি প্রকৃতিবিদ, গণিতজ্ঞ, জীববিজ্ঞানী, বিশ্বতত্ত্ববিদ এবং লেখক।
১৮২৬ - রাজনারায়ণ বসু, বাঙালি চিন্তাবিদ এবং সাহিত্যিক।
১৮৯৪ - ভিক রিচার্ডসন, অস্ট্রেলিয়ার বিখ্যাত ক্রিকেটার।
১৯১২ - ডেভিড প্যাকার্ড, মার্কিন প্রকৌশলী ও ব্যবসায়ী, হিউলেট প্যাকার্ড কোম্পানির অন্যতম প্রতিষ্ঠাতা।
১৯৩৪ - সুনীল গঙ্গোপাধ্যায়, পশ্চিমবঙ্গের জনপ্রিয় লেখক এবং কবি। বাংলাদেশের মাদারীপুর জেলার কালকিনি থানার মাইজপাড়া গ্রামে ১৯৩৪ সালের ৭ সেপ্টেম্বর জন্ম। কবি, ঔপন্যাসিক, ছোটগল্পকার, সম্পাদক, সাংবাদিক ও কলামিস্ট হিসেবে অজস্র স্মরণীয় রচনা উপহার দিয়েছেন। ‘নীললোহিত’, ‘সনাতন পাঠক’ ও ‘নীল উপাধ্যায়’ ইত্যাদি ছদ্মনাম ব্যবহার করতেন। অর্ধেক জীবন, অরণ্যের দিনরাত্রি, অর্জুন, প্রথম আলো, সেই সময়, পূর্ব পশ্চিম, ভানু ও রাণু, মনের মানুষ ইত্যাদি তার উল্লেখযোগ্য গ্রন্থ। শিশুসাহিত্যে ‘কাকাবাবু-সন্তু’ নামে এক জনপ্রিয় গোয়েন্দা সিরিজের রচয়িতা। ২০১২ সালের ২৩ অক্টোবর মৃত্যুবরণ করেন।
১৯৬৮ - মার্সেল দেসায়ি, ফরাসি ফুটবলার।

মৃত্যু
১৯০৭ - সুলি প্রুদহোম, সাহিত্যে প্রথম নোবেলজয়ী ফরাসি কবি।
১৯১০ - উইলিয়াম হলমেন হান্ট, ব্রিটিশ চিত্রশিল্পী।
১৯৪৯ - হোস ওরোস্কা, মেক্সিকান চিত্রশিল্পী।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৮
এনএইচটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।