ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

বিধবা বিবাহ আইন চালু

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৩ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৮
বিধবা বিবাহ আইন চালু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

০৪ অক্টোবর ২০১৮, বৃহস্পতিবার। ১৯ আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

দিবস
বিশ্ব প্রাণী দিবস

ঘটনা
১৩৩৭- খলিফা মনসুর বাগদাদের ভিত্তি স্থাপন করেন।
১৫৩৫- ইংরেজিতে প্রথম বাইবেল ছাপা সম্পন্ন হয়।
১৮১৩- লর্ড ময়রার বাংলার গভর্নর জেনারেল নিযুক্ত হন।
১৮৩০- বেলজিয়াম স্বাধীনতা ঘোষণা করে।
১৮৫৫- বিধবা বিবাহ আইন প্রবর্তন হয়।

উনবিংশ শতাব্দীতে সমাজসংস্কারে যেসব আন্দোলন ছিল তার মধ্যে অন্যতম হিন্দু বিধবা বিবাহ আইন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অক্লান্ত প্রচেষ্টা থেকে ব্রিটিশ সরকার ভারতে এ আইন চালু করেছিল।

জন্ম
১২৮১- ফ্রান্সের রাজা দশম লুইয়ের জন্ম।
১৭৯৩- ইংরেজি আইনজীবী-রাজনীতিবিদ চার্লস পিয়ারসনের জন্ম।
১৮৬১- বিখ্যাত চিত্রশিল্পী ফ্রেডরিক রেমিংটনের জন্ম।
১৮৯৭- সুইজারল্যান্ডের বিখ্যাত কথাসাহিত্যিক আলবার্ট বিটজিয়ামের জন্ম।
১৯০৩- মার্কিন পদার্থবিদ জন ভিনসেন্ট আটানসফের জন্ম।
১৯১৬- নোবেল জয়ী রুশ পদার্থবিদ ভিতালি গিঞ্জবার্গের জন্ম।
১৯৬৭- জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানের জন্ম।

মঞ্চ থেকেই অভিনয় করে শুরু করেছিলেন জাহিদ হাসান। বাল্যকাল থেকেই নাটকের প্রতি তিনি আগ্রহী। তাই সেসময় থেকেই সদা হাস্যোজ্জ্বল এ মানুষটি সিরাজগঞ্জ তরুণ সম্প্রদায় নাট্যদলে যোগ দিয়েছিলেন। স্কুলে থাকতেই ‘সাত পুরুষের’ ঋণ নাটকে তিনি নিয়মিত অভিনয় করেন। ১৯৮৪ সালের ১০ আগস্ট বিটিভিতে নাটকটি প্রচারিত হয় এবং জাহিদ হাসান প্রথমবার ছোট পর্দায় উপস্থিত হন। তার অভিনীত প্রথম টিভি নাটক ‘জীবন যেমন’। এছাড়া ‘বলবান’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি চলচ্চিত্রে পা রাখেন।  

সেইসঙ্গে হুমায়ূন আহমেদ পরিচালিত ‘শ্রাবণ মেঘের দিন’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। পাশাপাশি সেরা টিভি অভিনেতা হিসেবে একাধিকবার ‘মেরিল প্রথম আলো’ পুরস্কার পেয়েছেন তিনি।  

মৃত্যু
১৬৬৯- ইউরোপের ইতিহাসে সেরা চিত্রশিল্পী রেমব্রান্ট ফান রেইন।
১৯৪৭- জার্মান পদার্থবিদ ম্যাক্স প্লাঙ্ক।
১৯৭৪- চিন্তাবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব আবুল হাশিম।
১৯৭৮- বিপ্লবী নেপাল নাগ।
২০১৩- ভিয়েতনামের যুদ্ধজয়ী বীর ভো নগুয়েন গিয়াপ।

বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৮
টিএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।