তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।
২০ অক্টোবর, ২০১৮, শনিবার। ০৫ কার্তিক, ১৪২৫ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনা
৪৮০- এথেন্স পোতাশ্রয়ের নিকটবর্তী সাগরে মালমিসের যুদ্ধ শুরু হয়।
১৮১৮- ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পাদিত এক চুক্তি বলে ৪৯ ডিগ্রি অক্ষরেখাকে আমেরিকা ও কানাডার সীমানা হিসাবে নির্ধারণ করা হয়।
১৮৫৪- অবিভক্ত বাংলায় প্রথম ডাকটিকিট বিক্রি শুরু হয়। ডাকটিকিটের চিত্রশিল্পী ছিলেন নুমারউদ্দীন।
১৯২২- ইতালিতে বেনিতো মুসোলিনি ক্ষমতা দখল করেন।
১৯৪৪- গুয়াতেমালায় একনায়কতন্ত্রের অবসান ঘটে।
১৯৬৩- কিউবায় পণ্য রফতানি নিষিদ্ধ করে যুক্তরাষ্ট্র।
১৯৬৪- আফগানিস্তানের পার্লামেন্ট নতুন সংবিধান অনুমোদন হয়।
১৯৯২- আহসান মঞ্জিল জাদুঘর উদ্বোধন করা হয়।
জন্ম
১৬২০- আয়েল্বেরট কুয়প, ডাচ চিত্রশিল্পী।
১৭৮৬- ফেলিক্স কেরি, বাংলা ভাষায় বিজ্ঞানবিষয়ক রচনার পথিকৃৎ এবং এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার পঞ্চম সংস্করণের বঙ্গানুবাদক।
১৮৭১- অতুলপ্রসাদ সেন, ব্রিটিশ ভারবর্ষের একজন বিশিষ্ট বাঙালি গীতিকার, সুরকার ও গায়ক। তার রচিত গানের মূল উপজীব্য বিষয় ছিল দেশপ্রেম, ভক্তি ও প্রেম। তিনি বাংলা গানে ঠুংরি ধারার প্রবর্তক। তিনিই প্রথম বাংলায় গজল রচনা করেন। তার ‘মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা’ গানটি বাংলাদেশ মুক্তিযুদ্ধে বিশেষ অনুপ্রেরণা জুগিয়েছিল। অতুলপ্রসাদ তার সমগ্র জীবনের উপার্জিত অর্থেরও বৃহৎ অংশ জনকল্যাণে ব্যয় করেন। তিনি ১৯৩৪ সালের ২৬ আগস্ট মৃত্যুবরণ করেন।
১৯১৪- ভূপেশ গুপ্ত, কমিউনিস্ট আন্দোলনের অন্যতম নেতা।
১৯৭৮- বীরেন্দ্র শেবাগ, ভারতীয় সাবেক ক্রিকেটার।
মৃত্যু
১৯৩৫- আর্থার হেন্ডারসন, নোবেল পুরস্কার বিজয়ী স্কটিশ বংশোদ্ভূত ব্রিটিশ রাজনীতিবিদ।
১৯৬৪- হার্বার্ট হুভার, মার্কিন যুক্তরাষ্ট্রের ৩১তম রাষ্ট্রপতি।
২০১১- মুয়াম্মর আল-গাদ্দাফি, লিবিয়ার সাবেক শাসক।
২০১২- অলি আহাদ, ভাষা সৈনিক।
বাংলাদেশ সময়: ০০৩৪ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮
এএইচ