শুক্রবার (২১ ডিসেম্বর) ছায়ানট আয়োজিত দু’দিনের শুদ্ধসঙ্গীত উৎসবের সমাপনী অধিবেশনের সূচনা হয় সন্ধ্যা ৬টায়। ছায়ানট শিল্পীদের পরিবেশিত সমবেত গানের মধ্য দিয়ে শুরু হয় আয়োজন।
রেজোয়ান আলীর পরিচালনায় এসময় তারা পরিবেশন করেন রাগ 'মধুবন্তী'। এরপর পরিবেশিত হয় স্বরূপ হোসেনের পরিচালনায় বৃন্দ তবলাবাদন।
রাতব্যাপী এ আয়োজনে শুরু থেকে ভোর অবধি কণ্ঠে শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশনে রয়েছেন ঢাকার শিল্পী সুমন চৌধুরী, রেজোয়ান আলী, অসিত দে, মোহাম্মদ শোয়েব, লতিফুন জুলিও, সালোক হোসেন, অভিপ্রিয় চক্রবর্তী, সুস্মিতা দেবনাথ সূচি, অর্পিতা চক্রবর্তী কৃষ্টি, কানিজ হুসনা আহম্মদী সিম্পী, সঞ্চিতা তৃষা।
বাঁশিতে সুর ছড়ান ঢাকার মর্তুজা কবীর মুরাদ, সেতারে রাগ-রাগিণীর সুর তোলেন ঢাকার এবাদুল হক সৈকত এবং তবলায় বোল আনেন ঢাকার সুপান্থ মজুমদার। এছাড়া যন্ত্রসঙ্গীতে এদিন বেহালায় মো. আলাউদ্দিন মিয়া ও শিউলী ভট্টাচার্য, এস্রাজে অসিত বিশ্বাস সহ ছায়ানটের শিল্পীরা যন্ত্র ও কণ্ঠে নিবেদন করবেন বিভিন্ন পরিবেশনা।
রাতভর করা এ আয়োজন দেশব্যাপী উচ্চাঙ্গসঙ্গীতের চর্চা ছড়িয়ে দিতে তরুণ প্রজন্মসহ সব বয়সীদের কাছে শাস্ত্রীয়সঙ্গীতের গুরুত্ব তুলে ধরবেন বলেই আশা আয়োজকদের।
বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৮
এইচএমএস/এএ