ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

রাজনীতিবিদ শামসুল হকের জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৯
রাজনীতিবিদ শামসুল হকের জন্ম রাজনীতিবিদ শামসুল হকের জন্ম

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

০১ ফেব্রুয়ারি ২০১৯, শুক্রবার। ১৯ মাঘ, ১৪২৫ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১৮২৭- কলকাতা শহরে বেঙ্গল ক্লাব প্রতিষ্ঠিত হয়।
১৮৩১- বুশ ক্লাবের উদ্যোগে কলকাতা শহরে প্রথম চারুকলা প্রদর্শনীর উদ্বোধন হয়।
১৮৫৫- কলকাতা থেকে আগ্রা পর্যন্ত টেলিগ্রাফ যোগাযোগ ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
১৮৮৪- অক্সফোর্ড ইংলিশ ডিকশনারির প্রথম খণ্ড প্রকাশিত।
১৮৯৭- দক্ষিণ কোরিয়ার প্রাচীনতম ব্যাংক হিসেবে শিনহান ব্যাংক সিউলে তাদের কার্যক্রম শুরু করে।
১৯০৫- বারাসত-বসিরহাট রেলপথ জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়।
১৯২৪- যুক্তরাজ্য সাবেক সোভিয়েত ইউনিয়নকে স্বীকৃতি দেয়।
১৯৪৬- নরওয়ের অধিবাসী ট্রিগভে হাভডেন লি জাতিসংঘের প্রথম মহাসচিব পদে নিযুক্ত হন।

জন্ম
১৯০৭- একাত্তরের ২৬ মার্চের প্রথম প্রহরে শহীদ বুদ্ধিজীবী গোবিন্দ চন্দ্র দেব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শনবিদ্যার এ অধ্যাপক ছিলেন জি সি দেব নামেই সমধিক পরিচিত।
১৯১৮- বাঙালি রাজনীতিবিদ, আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামসুল হক।

টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলায় মামার বাড়িতে তার জন্ম। ১৯৪৯ সালের ২৩ ও ২৪ জুন ঢাকা রোজ গার্ডেনে মওলানা ভাসানীর সভাপতিত্বে মুসলিম লীগ কর্মী সম্মেলনে পূর্ব পাকিস্তানে মুসলিম লীগের বিরোধী রাজনৈতিক দল পূর্ব-পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়। মওলানা ভাসানী ছিলেন এই দলের সভাপতি। শামসুল হক ছিলেন সাধারণ সম্পাদক। শেখ মুজিবুর রহমান ও খন্দকার মোশতাক আহমেদ যুগ্ম-সম্পাদক নির্বাচিত হন। পরবর্তিতে ‘আওয়ামী মুসলিম লীগ’ নামটি থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয় এবং বাংলাদেশ আওয়ামী লীগ আত্মপ্রকাশ করে।  

১৯৩০- সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ।
১৯৩০- সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।
১৯৩১- সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ।
১৯৩৩- বাংলাদেশি শিক্ষাবিদ আতাউর রহমান খান খাদিম।
১৯৮১- দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার গ্রায়েম স্মিথ।

মৃত্যু
১৯৪৮- বাঙালি কবি যতীন্দ্রমোহন বাগচী।
১৯৫৮- নোবেলজয়ী পদার্থবিজ্ঞানী ক্লিনটন জোসেফ ডেভিসন।
১৯৭৬- নোবেলজয়ী জার্মান পদার্থবিজ্ঞানী ওয়ার্নার হাইজেনবার্গ।
১৯৮৩- ভারতীয় বাঙালি চলচ্চিত্রাভিনেত্রী পদ্মা দেবী।

বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।