ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

নিল আর্মস্ট্রংয়ের জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৩ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৯
নিল আর্মস্ট্রংয়ের জন্ম নিল আর্মস্ট্রং। ছবি: সংগৃহীত

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার আশীর্বাদ-অভিশাপ।
 

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

০৫ আগস্ট ২০১৯, সোমবার। ২১ শ্রাবণ ১৪২৬ বঙ্গাব্দ। ০৩ জিলহজ ১৪৪০ হিজরি। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১৯০৫- বঙ্গদেশ বিভক্ত করার জন্য বঙ্গভঙ্গ আইন ঘোষিত হয়।
১৯১৪- যুক্তরাষ্ট্রের ওহিওতে প্রথম বৈদ্যুতিক ট্রাফিক সংকেত ব্যবস্থা প্রবর্তিত হয়।
১৯২২- জার্মানি ত্যাগ করে যুক্তরাষ্ট্রে আশ্রয় নেন বিজ্ঞানী আইনস্টান।
১৯২৪- তুরস্কে বহুবিবাহ নিষিদ্ধ হয়।
১৯৬০- আফ্রিকান দেশ বুরকিনা ফাসো ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
১৯৬২- নেলসন ম্যান্ডেলাকে কারাগারে পাঠানো হয়। ১৯৯০ সাল পর্যন্ত তাকে জেলখানায় কাটাতে হয়।
১৯৬৩- ব্রিটেন, যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে পরমাণু অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি স্বাক্ষর।
১৯৬৪- উত্তর ভিয়েতনামের টমকিন উপসাগরে যুক্তরাষ্ট্র ব্যাপক বোমাবর্ষণ করে।
১৯৬৫- পাকিস্তান-ভারত যুদ্ধ শুরু হয়।

জন্ম
১৮০২- নিল্‌স হেনরিক আবেল, নরওয়েজিয়ান গণিতবিদ।
১৮৫০- গি দ্য মোপাসাঁ, বিখ্যাত ফরাসি কবি, গল্পকার ও ঔপন্যাসিক।
১৮৮৯- কমরেড মুজফ্‌ফর আহমদ, ভারতের কমিউনিস্ট পার্টির নেতা।
১৯৩০- নিল আর্মস্ট্রং, মার্কিন নভোচারী।

চাঁদে অবতরণকারী প্রথম মানুষ হিসেবে পৃথিবীর ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। ১৯৬৯ সালের জুলাইয়ে এডউইন অলড্রিনকে সঙ্গে নিয়ে তিনি চাঁদের মাটিতে অবতরণ করেন এবং প্রায় আড়াই ঘণ্টা সেখানে অবস্থান করেন। প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের সময়ে ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম’ পদকে ভূষিত হয়েছেন। ২০১২ সালের ২৫ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন।

১৯৬৮- মারিন ল্য পেন, ফরাসি রাজনীতিবিদ।
১৯৭৫- কাজল দেবগন, ভারতীয় অভিনেত্রী।
১৯৯১- সোহাগ গাজী, বাংলাদেশি ক্রিকেটার।

মৃত্যু
১৯৬২- মেরিলিন মনরো, বিংশ শতাব্দীর বিখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী ও পপ আইকন।
২০০০- আলেক গিনেজ, ব্রিটিশ অভিনেতা।

বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৯
টিএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।