তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।
১১ সেপ্টেম্বর ২০১৯, বুধবার। ২৭ ভাদ্র ১৪২৬ বঙ্গাব্দ। ১১ মহররম ১৪৪০ হিজরি। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনা
• ১৮৫৩- প্রথম বৈদ্যুতিক টেলিগ্রাফ চালু হয়।
• ১৮৭৫- সংবাদপত্রে প্রথম কার্টুন স্ট্রিপ প্রকাশিত হয়।
• ১৮৯৩- যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে প্রথম বিশ্ব মহাধর্ম সম্মেলনে ভারতবর্ষের প্রতিনিধি হয়ে স্বামী বিবেকানন্দ ঐতিহাসিক বক্তৃতা দিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের শত শত দর্শক তার বক্তৃতাটি শুনে গুণমুগ্ধ হন।
• ১৯০৯- ম্যাক্স উলফ হ্যালির ধূমকেতু নতুন করে আবিষ্কার করেন।
• ১৯২৬- কলকাতায় নাখোদা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।
• ১৯৭৩- চিলির নির্বাচিত সরকারের প্রধান ও প্রগতিশীল দেশনায়ক সালভেদর আলেন্দেকে হত্যা করে প্রতিবিপ্লবীরা ক্ষমতা দখল করে।
• ২০০১- যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে দু’টি ও পেন্টাগনে একটি যাত্রীবাহী প্লেন আঘাত হানে এবং তিন হাজারেরও বেশি মানুষের প্রাণহানি ঘটে। যাদের মধ্যে চারশ’র বেশি ছিলেন পুলিশ এবং অগ্নিনির্বাপণ কর্মী।
• ২০০৭- প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়।
• ২০১৫- মক্কায় নির্মাণ কাজে ব্যবহৃত একটি ভ্রাম্যমাণ ক্রেন ভেঙে পড়ায় ১০৭ জন মারা যান এবং ২৩৮ জন আহত হন।
জন্ম
• ১৮৪৯- অস্ট্রেলিয়ান ক্রিকেটার উইলিয়াম কুপার।
• ১৮৬২- প্রখ্যাত মার্কিন ছোট গল্পকার ও হেনরি।
• ১৮৭৭- প্রখ্যাত ব্রিটিশ প্রাবন্ধিক ও বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখক জেমস জিনস।
• ১৮৮৫- ব্রিটিশ সাহিত্যিক ডিএইচ লরেন্স।
• ১৯০৮- ব্রিটিশবিরোধী বাঙালি বিপ্লবী বিনয় বসু।
• ১৯৫০- বাংলাদেশি বিখ্যাত চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ।
এই শিল্পীর খ্যাতি ইউরোপজুড়ে। তার চিত্রকলায় ফুটে ওঠে সংগ্রামী মানুষের প্রতিকৃতিতে দুর্দমনীয় শক্তি ও অপ্রতিরোধ্য গতির অভিব্যক্তি। ২০০০ সালে বাংলাদেশ সরকার তাকে স্বাধীনতা পদকে ভূষিত করে। এছাড়া চিত্রকর্মে অসামান্য অবদানের জন্য ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা নাইট উপাধি পেয়েছেন তিনি।
মৃত্যু
• ১৮২৩- অর্থনীতিবিদ ডেভিড রিকার্ডো।
• ১৯৫৮- বিখ্যাত কানাডিয়ান কবি রবার্ট সার্ভিস।
• ১৯৭১- সোভিয়েত রাষ্ট্রনায়ক নিকিতা ক্রুশ্চেভ।
• ১৯৮৭- প্রগতিবাদী রাজনৈতিক নেত্রী মণিকুন্তলা সেন।
বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৯
টিএ/এএ