অক্টোপাস সাগরের বিভীষিকা হতে পারে।
আকাশে ওড়া থেকে বাদ যায়নি টগবগে ঘোড়াও। দুই পা তোলা ঘোড়ার বীরদর্পে ওড়াউড়ি দেখতে ভিড় জমিয়েছে ছেলে-বুড়ো সবাই।
কালো তিমিগুলো অনেকেরই আকর্ষণের কেন্দ্রবিন্দু। কালো তিমি মূলত ‘কিলার হোয়েল’ নামেই বেশি পরিচিত। খুনে মেজাজের এ তিমিগুলো ক্ষুধার তাড়নায় নিজের বাচ্চাকেও খেয়ে ফেলতে পারে। কিন্তু, আকাশে উড়তে থাকা তিমিগুলোর মধ্যে সেই ভাব নেই। তারা যেন হাসিমুখেই অভ্যর্থনা জানাচ্ছে দর্শনার্থীদের।
জনপ্রিয় কার্টুন চরিত্রগুলোকেও আকাশে ভাসতে দেখে উচ্ছ্বাসে মাতছে শিশুরা। গোটা আকাশটাই যেন রূপকথার রাজ্য হয়ে ধরা দিচ্ছে তাদের চোখে।
এবারের ঘুড়ি উৎসবে প্রাধান্য পেয়েছে বন্য পশুপাখিই। তাদের প্রতি শিশু-কিশোরদের মমত্ববোধ বাড়াতেই এ আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
কেএসডি/একে