ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ফুলে ফুলে সেজেছে প্রকৃতি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, মার্চ ৪, ২০২০
ফুলে ফুলে সেজেছে প্রকৃতি

সাভার (ঢাকা): ষড়ঋতুর বাংলাদেশে বর্তমানে চলছে বসন্ত।আর এই বসন্তে প্রকৃতি সাজে তার অপরূপ সৌন্দর্যে। এসময় পুরোনো পাতা ঝেরে ফেলে গাছে জন্ম নেয় নতুন পাতা। ফুল ফুলে ছেয়ে যায় সবুজ গাছ। পাতা ছেড়ে ফুলের পাঁপড়িতে যেন রঙময় হয়ে আছে প্রকৃতি। 

সম্প্রতি সাভারের বিভিন্ন স্থান থেকে ফুল ও প্রকৃতির ছবিগুলো তুলেছেন সাভার করেসপন্ডেন্ট সাগর ফরাজী।  

ফুল ফুটিয়ে পলাশ গাছ জানান দিচ্ছে এখন বসন্তকাল।

 

ফুলে ফুলে ছেয়ে গেছে পলাশ গাছ।  ছবি: বাংলানিউজ মুকুলে মুকুলে সেজেছে আম গাছ।   আর কিছুদিন পড়েই ধরবে আমের গুটি।  

মুকুলে সেজেছে আম গাছ।  ছবি: বাংলানিউজবাড়ির আঙিনায় ফুটে রয়েছে ডালিয়া ফুল।  

ডালিয়া ফুল।  ছবি: বাংলানিউজপলাশের ডালে বসে কলকাকলি করছে পাখি।  

পলাশের ডালে বসে পাখি।  ছবি: বাংলানিউজসবুজ পাতার ফাঁকে ফুটে রয়েছে হলুদ করবী।

করবী ফুল।  ছবি: বাংলানিউজফুল দেখেই মনে পরে যায় কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার দুটি লাইন। ফাগুনের শুরু হতেই শুকনো পাতা ঝরল যত. তারা আজ কেঁদে শুধায়, 'সেই ডালে ফুল ফুটল কি গো,. ওগো কও ফুটল কত। ' তারা কয়, 'হঠাৎ হাওয়ায় এল ভাসি. মধুরের সুদূর হাসি হায়।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, মার্চ ০৪, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।