সম্প্রতি সাভারের বিভিন্ন স্থান থেকে ফুল ও প্রকৃতির ছবিগুলো তুলেছেন সাভার করেসপন্ডেন্ট সাগর ফরাজী।
ফুল ফুটিয়ে পলাশ গাছ জানান দিচ্ছে এখন বসন্তকাল।
মুকুলে মুকুলে সেজেছে আম গাছ। আর কিছুদিন পড়েই ধরবে আমের গুটি।
বাড়ির আঙিনায় ফুটে রয়েছে ডালিয়া ফুল।
পলাশের ডালে বসে কলকাকলি করছে পাখি।
সবুজ পাতার ফাঁকে ফুটে রয়েছে হলুদ করবী।
ফুল দেখেই মনে পরে যায় কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার দুটি লাইন। ফাগুনের শুরু হতেই শুকনো পাতা ঝরল যত. তারা আজ কেঁদে শুধায়, 'সেই ডালে ফুল ফুটল কি গো,. ওগো কও ফুটল কত। ' তারা কয়, 'হঠাৎ হাওয়ায় এল ভাসি. মধুরের সুদূর হাসি হায়।
বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, মার্চ ০৪, ২০২০
আরএ