পোস্টারের জন্য যে ২১টি স্থান নির্ধারণ করা হয়েছে, সেগুলো-হাজারীবাগ সেকশনের ময়না মার্কেট, হাজারীবাগ উচ্চ বিদ্যালয়, হাজারীবাগ পার্ক, ট্যানারি মোড়ের ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি, গণকটুলী চৌরাস্তা মোড়ের বিডিআর গেইট নম্বর-৫, রায়ের বাজারের জরিনা সিকদার বালিকা উচ্চ বিদ্যালয়, ধানমন্ডি ১৫-এর কাকলী উচ্চ বিদ্যালয়, ঢাকা সিটি কলেজ সায়েন্স ল্যাবরেটরি ও সিটি কলেজের উত্তর পাশের রিফাতুল্লাহ মার্কেট।
ফিচার
ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনের পোস্টার ২১ স্থানে!
ঢাকা: আসন্ন ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে প্রচারের জন্য পোস্টার সাঁটানোর ২১টি স্থান নির্ধারণ করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর বাইরে অন্যকোনো এলাকায় পোস্টারে প্রচার না চালানোর জন্য ইসিকে প্রতিশ্রুতি অনুযায়ী পোস্টার লাগাচ্ছেন প্রার্থীরা।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ফজলে নূর তাপস ঢাকা-১০ আসন থেকে পদত্যাগ করেন। পরে সিটি নির্বাচনে অংশ নিলে ওই আসনটি শূন্য হয়ে যায়। ওই আসনে নির্বাচন করার জন্য প্রার্থীদের পোস্টার রাজধানীতে যাতে এলোমেলোভাবে না লাগাতে পারেন, সেজন্য সুনির্দিষ্ট স্থান নির্ধারণ করে দিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু সেই নির্দিষ্ট স্থানে আবার রাজনৈতিক নেতাকর্মীদের বড় বড় ছবি লাগিয়ে রেখেছেন। ঢাকা কলেজ এলাকায় বসবাসরত মো. শাহাদাত হোসেন তার বন্ধুকে নিয়ে পাঁচজন প্রার্থীর পোস্টার একই জায়গায় লাগানো দেখে বাংলানিউজের মাধ্যমে নির্বাচন কমিশনারের এই উদ্যোগটিকে ধন্যবাদ জানিয়েছেন, কারণ রাজধানীতে আর এলোমেলো পোস্টার ঝুলানো দেখা যাবে না।
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
জিএমএম/এএটি