ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এইদিন’।
১১ মার্চ ২০২০, বুধবার। ২৫ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এইদিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনা
১৩৯৯ - চতুর্দশ শতকে পশ্চিম ও মধ্য এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলের তিমুরীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা তুর্কি-মোঙ্গল সেনাপতি তৈমুর লং সিন্ধু নদী অতিক্রম করে ভারতে আসেন।
১৭০২ - প্রথম ইংরেজি দৈনিক পত্রিকা ‘দ্য কোরান্ট’ প্রকাশিত হয় ।
১৭৮৪ - মহিশুরে টিপু সুলতানের সঙ্গে ব্রিটিশদের শান্তি চুক্তি স্বাক্ষর।
১৭৯৫ - কুর্দলার যুদ্ধে মারাঠাদের কাছে মোগলবাহিনী পরাজিত হয়।
১৯১১ - রোকেয়া সাখাওয়াত হোসেন তার পরলোকগত স্বামীর নামে সাখাওয়াত মেমোরিয়াল স্কুল প্রতিষ্ঠা করেন।
১৯১৭ – ব্রিটিশ বাহিনী বাগদাদ দখল করে।
১৯২০ - নিজেকে সিরিয়ার রাজা ঘোষণা আমির ফয়সলের।
১৯৩৫ - ব্যাংক অব কানাডার কার্যক্রম শুরু।
১৯৩৮ – দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতে জার্মানির বাহিনী অস্ট্রিয়ায় অনুপ্রবেশ করে।
১৯৪৮ - পাকিস্তান গণপরিষদে বাংলা ভাষাকে সরকারি ভাষার মর্যাদা না দেওয়ায় পূর্ব বাংলায় সাধারণ ধর্মঘট পালিত হয়।
১৯৪৯ - বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে তৎকালীন পূর্ব পাকিস্তানে (বাংলাদেশ) রাষ্ট্রভাষা দিবস পালিত হয়।
১৯৪৯ - দৈনিক পাকিস্তান অবজারভার (পরে বাংলাদেশ অবজারভার) প্রকাশিত হয়।
১৯৭৭ - যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের প্রতিবেদনে মানবাধিকার লঙ্ঘনের সমালোচনা করায় তাদের সঙ্গে ২৫ বছরের সামরিক চুক্তি বাতিল করে ব্রাজিল।
১৯৭৯ - সেন্ট্রাল ট্রিটি অরগানাইজেশন বা সেন্টো থেকে ইরান নিজের নাম প্রত্যাহার করে নেয়।
১৯৯০ - লিথুনিয়া সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা ঘোষণা করে।
২০০৪ - স্পেনের রাজধানী মাদ্রিদে তিনটি স্টেশনে ১০টি বোমা বিস্ফোরণে ১৯১ জন নিহত এবং দুই হাজারের বেশি লোক আহত হয়।
জন্ম
১৭৮৭ - আইজাক নবোকভ, রুশ জেনারেল।
১৮০৭ - লুই বুলাঝেঁ, ফরাসি চিত্রশিল্পী।
১৮৪০ - দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, দার্শনিক, গণিতজ্ঞ ও বাংলা শর্টহ্যান্ড লিপির উদ্ভাবক। পারিবারিক সম্পর্কে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র ও রবীন্দ্রনাথ ঠাকুরের বড় দাদা।
১৯১৫ - বিজয় হাজারে, ভারতীয় ক্রিকেটার।
১৯১৮ - ইন্দিরা দেবী, শিশুসাহিত্যিক।
মৃত্যু
১৮০৯ - হান্না কাউলি, ব্রিটিশ নাট্যকার ও কবি।
১৯৩১ - ফ্রিডখি সুর্নাউ, জার্মান চিত্রপরিচালক।
১৯৫৫ - আলেকজান্ডার ফ্লেমিং, নোবেল বিজয়ী স্কটিশ অণুজীব বিজ্ঞানী।
১৯৯১ - বাংলাদেশি রাজনীতিবিদ, লেখক, সমাজসেবক এবং বিশিষ্ট শিক্ষাবিদ আবুল কাসেম।
তিনি বাংলা ভাষা আন্দোলনের একজন স্থপতি এবং তমদ্দুন মজলিস ও বাংলা কলেজের প্রতিষ্ঠাতা। জাতীয় স্বীকৃতি হিসাবে তিনি বাংলা কলেজ ছাত্র মজলিস সমিতি পুরস্কার ও রাইর্টাস গিল্ড পুরস্কার (১৯৬৪), বাংলা একাডেমি পুরস্কার (১৯৮২), একুশে পদক (১৯৮৭), স্বাধীনতা দিবস পুরস্কার (১৯৯৩), ইসলামিক ফাউন্ডেশন পুরস্কার ও চট্টগ্রাম সমিতি পদক (১৯৮৮) এবং জাতীয় সংবর্ধনা স্বর্ণপদক (১৯৮৯) লাভ করেন।
বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
টিএ/এমএইচএম