এই ছুটির মূল উদ্দেশ্যই হলো কোয়ারেন্টিন বা সঙ্গনিরোধ। এই প্রক্রিয়া ছাড়া করোনা মহামারি ঠেকানোর আপাতত কোনো উপায় নেই।
কিন্তু মানুষ যেন ঘরে থাকতেই চাচ্ছে না। আবার যারা ঘরে থাকছেন, তারাও মাঝে মধেই দলবদ্ধ হয়ে বিভিন্ন কাজ কর্ম খেলা বা আড্ডায় মেতে উঠছেন।
আবার কোথাও কোথাও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় মানুষ ঘরে থাকতে বাধ্য হচ্ছেন। নিতান্ত প্রয়োজন ছাড়া কেউ বের হচ্ছেন না।
বৃহস্পতিবার নগরীর খিলগাঁও, মালিবাগ, মগবাজার, মৌচাক এলাকা ঘুরে তেন কিছু ছবি তুলেছেন আমাদের আলোকচিত্রি শোয়েব মিথুন।
খিলগাঁও ফ্লাইওভারে সন্তানদের নিয়ে ঘুড়ি ওড়াচ্ছেন এক বাবা।
সামাজিক দূরত্ব বজায় না রেখে গুলবাগে আড্ডায় মেতেছেন কয়েকজন যুবক।
খিলগাঁও ফ্লাইওভারে তিন যুবকের সন্দেহজনক অবস্থান।
খিলগাঁও রেলগেটে বস্তির শিশুদের জটলা
মগবাজার ফ্লাইওভার একেবারেই ফাঁকা
মৌচাক ফ্লাইওভারের নিচেও খাঁ খাঁ
একই ভবনের বাসিন্দা তরুণ যুবকরা ছাদে আড্ডা দিচ্ছেন, ঘুড়ি ওড়াচ্ছেন।
বাংলাদেশ সময়: ২২৫১ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২০
এজে