ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এইদিন’।
০৯ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার। ২৬ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিন-সহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনা
১৪১৩- পঞ্চম হেনরি ইংল্যান্ডের রাজা হিসেবে অভিষিক্ত হন।
১৪৪০- ডেনমার্কের রাজা হন ক্রিস্টোফার।
১৯৪০- জার্মানবাহিনীর নরওয়ে ও ডেনমার্ক আক্রমণ।
১৯৬৫- ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত যুদ্ধ শুরু।
১৯৭৪- দিল্লিতে বাংলাদেশ-ভারত-পাকিস্তান ত্রিপক্ষীয় বৈঠকে ১৯৫ জন পাকিস্তানি যুদ্ধবন্দীকে প্রত্যর্পণের চুক্তি সাক্ষর।
১৯৯১- সোভিয়েত ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হওয়ার পক্ষে জর্জিয়ার ভোট।
জন্ম
১৮২১- ফরাসি কবি শার্ল বোদলেয়ার।
১৯২৫- শিশু সংগঠক ও সাংবাদিক রোকনুজ্জামান খান দাদাভাই।
বাংলাদেশের বহুল প্রচারিত দৈনিক ইত্তেফাকের শিশু-কিশোরদের ‘কচিকাঁচার আসর’ বিভাগের পরিচালক হিসেবে আমৃত্যু দায়িত্ব পালন করেন তিনি।
১৯২৬- মার্কিন ম্যাগাজিন ‘প্লে বয়’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক হিউ হেফনার।
১৯৪৮- ভারতীয় অভিনেত্রী জয়া বচ্চন।
মৃত্যু
১৬১৬- ব্রিটিশ লেখক ও দার্শনিক ফ্রান্সিস বেকন।
১৫৬১ সালের ২২ জানুয়ারি তার জন্ম। ফ্রান্সিস বেকনকে অভিজ্ঞতাবাদের জনক বলা হয়। তিনি দর্শনিক চিন্তাধারার কিছু মৌলিক তত্ব প্রবর্তন করেন যেগুলোকে ‘বেকনিয়ান মেথড’ বলা হয়। কোনো জিনিসের উৎস অনুষন্ধানে বৈজ্ঞানিক পদ্ধতি তিনিই প্রবর্তন করেন। ফ্রান্সিস বেকন ১৬০৩ সালে নাইটহুড পান। এছাড়াও ১৬১৮ সালে ব্যারন ভিরলাম এবং ১৬২১ সালে ভিসকাউন্ট সেন্ট এলবান উপাধি পান। ১৬১৬ সালের ৯ এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন।
বাংলাদেশ সময়: ০০১১ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২০
টিএ