ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।
১৬ জুন ২০২০, মঙ্গলবার। ০২ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনা
১৭৭৯- দুর্নীতির অভিযোগে ঘানার প্রাক্তন সামরিক শাসক জেনারেল অচিয়ামকে মৃত্যুদণ্ড।
১৭৭৯- স্পেন ফ্রান্সের সঙ্গে মিলিত হয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৮১৯- পশ্চিম ভারতের কচ্ছ জনপদে সপ্তাহব্যাপী ভূমিকম্প প্রবাহ শুরু হয়। প্রায় সাতবার ভূমিকম্পে সিন্দ্রিনগরসহ বহু স্থান সমুদ্রগর্ভে তলিয়ে যায়।
১৮৯৪- ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি প্রতিষ্ঠিত হয়।
১৯০৩- ফোর্ড মোটর কোম্পানি প্রতিষ্ঠিত হয়।
১৯০৩- জার্মানির সাধারণ নির্বাচনে সমাজতান্ত্রিক পার্টি জয় লাভ করে।
১৯২০- লন্ডনে লীগ অব নেশন কাউন্সিলের প্রথম জনসভা।
১৯৪৪- দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে মার্কিন বিমানবাহিনী জাপানের দক্ষিণাঞ্চলীয় ফুকুলা শহরে হামলা শুরু করে।
১৯৫৮- হাঙ্গেরির সাবেক প্রধানমন্ত্রী ইমরে নগিরের মৃত্যুদণ্ড কার্যকর।
১৯৬৩- রাশিয়া থেকে বিশ্বের প্রথম নারী নভোচারী ভ্যালেন্টিনা টেরেসকোভা মহাকাশ পাড়ি দেওয়ার উদ্দেশে যাত্রা শুরু করেন।
১৯৭২- নিউইয়র্কে জাজ সংগীতের জাদুঘর প্রথম দর্শকদের জন্য খুলে দেওয়া হয়।
১৯৭৬- দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গ-শ্বেতাঙ্গ দাঙ্গায় অনেক হতাহত হয়।
১৯৭৭- লিওনিদ ব্রেজনেভ সোভিয়েত প্রেসিডেন্ট হন।
জন্ম
১৯০২- নোবেলজয়ী মার্কিন জীববিজ্ঞানী বারবারা ম্যাকলিন্টক।
১৯১৫- মার্কিন পরিসংখ্যানবিদ জন টুকি।
১৯২০- সংগীতশিল্পী ও সুরকার হেমন্ত মুখোপাধ্যায়। তিনি হিন্দি সংগীতজগতে হেমন্ত কুমার নামে প্রসিদ্ধ।
আয় খুকু আয়, আয় খুকু আয়, এই রাত তোমার আমার, ঐ চাঁদ তোমার আমার, আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা প্রভৃতি তার উল্লেখযোগ্য গান। ১৯৮৯ সালের ২৬ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।
১৯৫০- চলচ্চিত্র অভিনেতা মিঠুন চক্রবর্তী।
মৃত্যু
৬৭৯-উম্মুল মোমেনিন হজরত উম্মে সালমা (রা.)।
১৮৯৩- বহু ভাষার পণ্ডিত ঈশানচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
১৯২৫- বাঙালি আইনজীবী এবং খ্যাতনামা রাজনীতিবিদ দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ।
১৯৪৪- প্রখ্যাত বাঙালি রসায়নবিদ, বিজ্ঞান শিক্ষক, দার্শনিক ও কবি প্রফুল্ল চন্দ্র রায়।
১৮৬১ সালের ২ আগস্ট জন্ম। অবিভক্ত বাংলার খুলনায় জেলায় তার জন্ম। পি সি রায় নামেও পরিচিত। তিনি বেঙ্গল কেমিকালের প্রতিষ্ঠাতা এবং মার্কিউরাস নাইট্রাইটের আবিষ্কারক। বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুর সহকর্মী ছিলেন। নিজের বাসভবনে দেশীয় ভেষজ নিয়ে গবেষণার মাধ্যমে তিনি তার গবেষণাকর্ম শুরু করেন। ১৮৯৫ সালে তিনি মারকিউরাস নাইট্রাইট আবিষ্কার করেন। যা বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করে। বিংশ শতাব্দীর গোড়ার দিকে ভারতীয় উপমহাদেশের শিল্পায়নে তার ভূমিকা অনস্বীকার্য।
১৯৫৩- যুক্তরাজ্যের প্রথম নারী কেবিনেট মন্ত্রী মার্গারেট বন্ডফিল্ড।
২০১৩- বাংলাদেশি কবি এবং সাহিত্য সমালোচক খোন্দকার আশরাফ হোসেন।
বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুন ১৬, ২০২০
টিএ