ঢাকা: শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এখনও সুনশান নীরবতা। করোনার সংক্রমণ ঠেকাতে দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে জাতীয় চিত্রশালা প্লাজা।
এরপর একটু থামতে হবে। চলে এসেছে বছর ১৯৭১; মহান মুক্তিযুদ্ধের বছর। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ, গ্রেফতার হওয়ার আগে স্বাধীনতার ঘোষণা দেওয়া থেকে শুরু করে মুক্তিসংগ্রামের বিভিন্ন চিত্র দর্শকদের সামনে তুলে ধরা হয়েছে। মুক্তিযুদ্ধের সময় বিশ্বের বিভিন্ন পত্রিকায় এ সংক্রান্ত প্রচ্ছদও উপস্থাপিত হয়েছে আলোক প্রক্ষেপণে। এরপর ১৯৭২ সালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন এবং তার সাড়ে ৩ বছরের শাসনামলের চিত্র প্রদর্শিত হয়েছে। সবশেষে থামতে হবে বিশালাকৃতিতে একটি লেখা ‘১৯৭৫ সালের’ সামনে। বাঙালির কালো দিন ‘১৫ আগস্টের’ বিবরণ রয়েছে এ অংশে। আর এর মধ্য দিয়ে সম্পন্ন হবে প্রদর্শনীটি। চলার পথে দুইটি বই আকৃতির ডিসপ্লের মাধ্যমে দর্শক এক নজরে জেনে নিতে পারবেন বঙ্গবন্ধুর জীবন সম্পর্কে। সামদানি আর্ট ফাউন্ডেশনের সহকারী কিউরেটর রুক্সমিনি রিকভানা কিউ চৌধুরীর তত্ত্বাবধানে এই প্রদর্শনীটি বাস্তবায়িত হয়েছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল জাদুঘর, ‘বাংলাদেশ জাতীয় জাদুঘর এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের যৌথ সহায়তায়।
প্রদর্শনীর ভিডিওটির লিংক দেখুন।
বাংলাদেশ সময়: ০৯০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২০
ডিএন/এএটি
ফিচার
এক আয়োজনে জাতির পিতার জীবন
দীপন নন্দী, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।