ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

জনপ্রিয় শিশুসাহিত্যিক সুকুমার রায়

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২০
জনপ্রিয় শিশুসাহিত্যিক সুকুমার রায় সুকুমার রায়

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়— যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানব সভ্যতার আশীর্বাদ-অভিশাপ।

ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

৩০ অক্টোবর ২০২০, শুক্রবার। ১৪ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা

১৮৬৪- অস্ট্রিয়ার সম্রাট এবং প্রুশিয়া ও ডেনমার্কের দুই রাজার মধ্যে ঐতিহাসিক ভিয়েনা চুক্তি।

১৯২২- ইতালিতে বেনিতো মুসোলিনি ফ্যাসিবাদী মন্ত্রিসভা গঠন।

১৯২৩- কামাল পাশার (আতাতুর্ক) নেতৃত্বে তুরস্ককে প্রজাতন্ত্র ঘোষণা।

২০০৩- মাহাথির মোহাম্মদ স্বেচ্ছায় প্রধানমন্ত্রীর দায়িত্ব ছাড়েন।

জন্ম

১৭৩৫- যুক্তরাষ্ট্রের দ্বিতীয় রাষ্ট্রপতি জন অ্যাডামস।

১৮৩৪- ব্রিটিশ আলোকচিত্রশিল্পী স্যামুয়েল বোর্ন।

১৮৭১- ফরাসি কবি পল ভ্যালেরি।

১৮৮৭- জনপ্রিয় বাঙালি শিশুসাহিত্যিক সুকুমার রায়।

তিনি ভারতীয় সাহিত্যে ননসেন্স্ এর প্রবর্তক। একাধারে তিনি লেখক, ছড়াকার, শিশুসাহিত্যিক, রম্যরচনাকার, প্রাবন্ধিক ও নাট্যকার। জনপ্রিয় শিশুসাহিত্যিক উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর সন্তান তিনি। এছাড়া তার ছেলে খ্যাতিমান চলচ্চিত্রকার সত্যজিৎ রায়।

তার লেখা কবিতার বই আবোল তাবোল, গল্প হ-য-ব-র-ল, গল্প সংকলন পাগলা দাশু ও নাটক চলচ্চিত্তচঞ্চরী বিশ্বসাহিত্যে সর্বযুগের সেরা ‘ননসেন্স’ ধরনের ব্যঙ্গাত্মক শিশুসাহিত্যের অন্যতম বলে মনে করা হয়।

কলকাতার ব্রাহ্ম পরিবারে জন্ম তার। ১৯২৩ সালের সেপ্টেম্বর মৃত্যুর বহু বছর পরও তিনি বাংলা সাহিত্যের জনপ্রিয়তম শিশুসাহিত্যিকদের একজন।

১৯০১- বাংলা ভাষার অন্যতম প্রধান আধুনিক কবি সুধীন্দ্রনাথ দত্ত।

১৯৬০- ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা।

তিনি আর্জেন্টিনার সাবেক ফুটবলার ও ম্যানেজার। তিনি আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে টানা চারটি বিশ্বকাপে অংশ নেন। তার নেতৃত্বে ১৯৮৬ বিশ্বকাপ নেয় নীল-সাদা জার্সিধারীরা। ১৯৯০ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে ফাইনাল ম্যাচ খেলেন তিনি। ২০০০ সালে পেলের সঙ্গে যৌথভাবে ফিফার বিংশ শতাব্দীর সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পান ম্যারাডোনা।

মৃত্যু

১৯৬৯- অস্ট্রেলিয়ান বিখ্যাত ক্রিকেটার ভিক রিচার্ডসন।

১৯৮৫- প্রখ্যাত সাংবাদিক ও টেলিভিশন ব্যক্তিত্ব ফজলে লোহানী।

বাংলাদেশ সময়: ০১০৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২০
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।