ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

ফিচার

জনপ্রিয় হয়ে উঠছে মরিচ্চাপ রিভারভিউ কেওড়া পার্ক (ভিডিও)

শেখ তানজির আহমেদ, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২১
জনপ্রিয় হয়ে উঠছে মরিচ্চাপ রিভারভিউ কেওড়া পার্ক (ভিডিও) ...

সাতক্ষীরা: মরিচ্চাপ রিভারভিউ কেওড়া পার্ক। সাতক্ষীরার আশাশুনি উপজেলার চাপড়ায় মরিচ্চাপ নদীর চরে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় পার্কটি গড়ে তোলা হয়েছে।

সারি সারি কেওড়া গাছ, বাঁশের ট্রেইল ও বসার গোলঘরসহ শিশুদের খেলনার সমন্বয়ে গড়ে তোলা হয়েছে বিনোদন কেন্দ্রটি।  

সবুজে ঘেরা মরিচ্চাপ রিভারভিউ কেওড়া পার্ক এরই মধ্যে দক্ষিণাঞ্চলের মানুষের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

সাতক্ষীরা ও আশাশুনিকে এক সুতোয় গেঁথেছে মরিচ্চাপ বেইলি ব্রিজ। ব্রিজটি পার্কের বুকের ওপর দিয়ে চলে গেছে। সেই সঙ্গে ব্রিজটি পার্কের সৌন্দর্যের মুকুটে যেন আলাদা একটি পালক যুক্ত করেছে।

ব্রিজের ওপর থেকে দেখলে এক রকম, ব্রিজের নিচ থেকে বা ভেতর থেকে দেখলে অন্য রকম সৌন্দর্য ধরা দেয় চোখে।

পার্কের ভেতরে দর্শনার্থীদের জন্য রয়েছে গোলঘর বা বিশ্রামাগার। যেখানে বসে দেখা যায় সূর্যাস্তের মনোরম দৃশ্য। মাঝে মধ্যে মরিচ্চাপ নদী দিয়ে ছুটে চলে ইঞ্জিন চালিত নৌকা। যা এখানে ঘুরতে আসা পর্যটকদের একটি ভিন্ন পরিবেশের সঙ্গে পরিচয় করিয়ে দেয়।

পার্কের ভেতর দিয়ে বয়ে চলা লেকের পাশেই শিশুদের খেলাধুলার জন্য রয়েছে বিভিন্ন সরঞ্জাম। যান্ত্রিক জীবন থেকে সরিয়ে মানুষকে কিছুটা হলেও বিনোদন দিতে পারে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মরিচ্চাপ রিভারভিউ কেওড়া পার্ক।  

বাংলাদেশ সময়: ০৮৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।