প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।
তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।
রোববার, ১৪ মার্চ ২০২১, ২৯ ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ, ২৯ রজব ১৪৪২। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনা
১৮৯১: ইংলিশ চ্যানেলে প্রথম ডুবোজাহাজ টেলিফোন লাইন স্থাপিত হয়।
১৯২৫: প্রথম ট্রান্স আটলান্টিক রেডিও সম্প্রচার সম্পন্ন হয়।
১৯৩১: ভারতীয় উপমহাদেশের প্রথম সবাক চলচ্চিত্র আলম আরা মুক্তি পায়।
১৯৫৫: ভিয়েতনামে ঐতিহাসিক দিয়েন বিয়েন ফুয়ের যুদ্ধ শুরু হয়।
১৯৭৫: রাষ্ট্রীয় সফরে আফগানিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ দাউদ ঢাকায় আসেন।
১৯৯০: মিখাইল গর্বাচেভ সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
২০০৭: নন্দীগ্রাম গণহত্যার ঘটনায় পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে পুলিশের গুলিচালনায় ১৪ জন গ্রামবাসী নিহত হন।
জন্ম
১৮৭৯: অ্যালবার্ট আইনস্টাইন, নোবেল পুরস্কার বিজয়ী প্রখ্যাত মার্কিন পদার্থবিজ্ঞানী
অ্যালবার্ট আইনস্টাইন ১৮৭৯ সালের ১৪ মার্চ জার্মানির উল্ম শহরে জন্মগ্রহণ করেন। তিনি মূলত আপেক্ষিকতার তত্ত্ব (আধুনিক পদার্থবিজ্ঞানের দু’টি স্তম্ভের একটি) এবং ভর-শক্তি সমতুল্যতার সূত্র, E = mc2 (যা বিশ্বের সবচেয়ে বিখ্যাত সমীকরণ হিসেবে খ্যাত) আবিষ্কারের জন্য বিখ্যাত। তিনি ১৯২১ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে তার বিশেষ অবদান এবং আলোক-তড়িৎ ক্রিয়া সম্পর্কিত গবেষণার জন্য তিনি এ পুরস্কার লাভ করেন।
আইনস্টাইন তার জীবনে শত শত বই এবং গবেষণাপত্র প্রকাশ করেছিলেন। তিনি তিন শতাধিক বৈজ্ঞানিক গবেষণাপত্র এবং ১৫০টি অবৈজ্ঞানিক গবেষণাপত্র প্রকাশ করেছিলেন। ২০১৪ সালের ৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় এবং সংরক্ষণাগারগুলো ঘোষণা করে, আইনস্টাইনের প্রকাশিত গবেষণাপত্রে ৩০ হাজারেরও বেশি অনন্য নথি রয়েছে।
১৯৫৫ সালের ১৮ এপ্রিল বিশ্বখ্যাত এ বিজ্ঞানীর মৃত্যু হয়।
১৮৮৪: পাউল এরলিখ, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান-ইহুদি চিকিৎসক ও বিজ্ঞানী
১৯৬৫: আমির খান, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা
১৯৬৫: রোহিত শেঠী, ভারতীয় চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক
মৃত্যু
১৬৮২: ইয়াকব ভ্যান রাইস্ডেল, সপ্তদশ শতকের প্রখ্যাত ওলন্দাজ চিত্রশিল্পী
১৮৮৩: কার্ল মার্ক্স, প্রভাবশালী জার্মান সমাজ বিজ্ঞানী ও মার্ক্সবাদের প্রবক্তা
১৮৯৯: হের্মান স্টাইন্টল, জার্মান ভাষাতাত্ত্বিক ও দার্শনিক ছিলেন
১৯৭৫: যতীন্দ্রপ্রসাদ ভট্টাচার্য, বাঙালি কবি
১৯৯৫: উইলিয়াম আলফ্রেড ফোলার, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী
১৯৯৭: বাঙালি কবি ও লেখক সামসুল হক
২০১৮: স্টিফেন হকিং, ইংরেজ তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী ও গণিতজ্ঞ
বাংলাদেশ সময়: ০০০০ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
এফএম