ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

সাহিত্যিক রাজশেখর বসুর জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১
সাহিত্যিক রাজশেখর বসুর জন্ম ...

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১, ০২ চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ, ০২ শাবান ১৪৪২। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১১৯০: ইয়র্ক এর ক্লিফোর্ডস টাওয়ারে ইহুদীদের গণহত্যা।
১৯৮৯: মিশরের গিজার মহা-পিরামিডের পাশে ৪ হাজার ৪শ’ বছরের পুরনো একটি মমি পাওয়া যায়।
২০০৫: ইসরাইল আনুষ্ঠানিকভাবে জেরিকো নিয়ন্ত্রণ ফিলিস্তিনিদের ওপর ছেড়ে দেয়।

জন্ম
১৭৫১: জেমস ম্যাডিসন, যুক্তরাষ্ট্রের চতুর্থ প্রেসিডেন্ট
১৭৮৯: জর্জ সায়মন ওম, জার্মান পদার্থবিজ্ঞানী
১৮৮০: রাজশেখর বসু, বাঙালি সাহিত্যিক, অনুবাদক, রসায়নবিদ ও অভিধানপ্রণেতা

রাজশেখর বসু ১৮৮০ সালের ১৬ মার্চ অধুনা পশ্চিমবঙ্গের পূরব বর্ধমান জেলার বামুনপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি পরশুরাম ছদ্মনামে তার ব্যঙ্গকৌতুক ও বিদ্রুপাত্মক কথাসাহিত্যের জন্য প্রসিদ্ধ। গল্পরচনা ছাড়াও তার স্বনামে প্রকাশিত কালিদাসের মেঘদূত, বাল্মীকি রামায়ণ (সারানুবাদ), কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসকৃত মহাভারত (সারানুবাদ), শ্রীমদ্‌ভগবদ্‌গীতা ইত্যাদি ধ্রুপদি ভারতীয় সাহিত্যের অনুবাদগ্রন্থগুলোও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। চলন্তিকা অভিধান প্রণয়নের জন্য তিনি সর্বাধিক পরিচিত।

১৯৫৫ সালে সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ কৃষ্ণকলি ইত্যাদি গল্প গ্রন্থের জন্য পশ্চিমবঙ্গ সরকার তাকে রবীন্দ্র পুরস্কারে ভূষিত করে। আনন্দীবাঈ ইত্যাদি গল্প বইটির জন্য তিনি ১৯৫৬ সালে ভারতের সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন। ১৯৫৬ সালে ভারত সরকার তাকে পদ্মভূষণ উপাধি দেয়।

১৯৫৯ সালে মস্তিষ্কে রক্তক্ষরণে অসুস্থ হয়ে পড়লেও লেখালেখি চালিয়ে যেতে থাকেন রাজশেখর বসু। অবশেষে ১৯৬০ সালে ২৭ এপ্রিল দ্বিতীয় দফা মস্তিষ্কে রক্তক্ষরণ হলে ঘুমন্ত অবস্থায় তার জীবনাবসান হয়।

১৮৯২: সেসার ভাইয়েহো, পেরুর কবি, লেখক, নাট্যকার এবং সাংবাদিক
১৯৪০: বেরনার্দো বেরতোলুচ্চি, ইতালীয় চলচ্চিত্র নির্মাতা
১৯৫০: কবীর সুমন, বাঙালি গায়ক
১৯৫৩: রিচার্ড স্টলম্যান, মার্কিন প্রোগ্রামার, ওপেন সোর্সের প্রবক্তা

মৃত্যু
১৯৭১: অমলকৃষ্ণ সোম, বাঙালি মঞ্চাভিনেতা
২০০৭: মানজারুল ইসলাম রানা, বাংলাদেশি ক্রিকেটার
২০১১: খোন্দকার দেলোয়ার হোসেন, বাংলাদেশি রাজনীতিবিদ
২০১৩: জামাল নজরুল ইসলাম, বাংলাদেশের বিশিষ্ট পদার্থবিজ্ঞানী, গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী ও মহাবিশ্বতত্ত্ববিদ

বাংলাদেশ সময়: ০১২৬ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।