ঢাকা: বাংলায় কাঠগোলাপ, যা ইংরেজিতে ফ্রাঙ্গিপানি (Frangipani) এবং দ্বিপদ নাম প্লুমেরিয়া (Plumeria)।
দুই যুগ আগে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কে ও কার্জন হল এলাকায় দেখা মিলতো কাঠগোলাপের।
সাধারণত কাঠগোলাপ গাছটি ৮-১০ মিটার পর্যন্ত উঁচু হতে পারে এবং ফুলগুলো বিচিত্র গড়নের হয়ে থাকে। এ ফুলের অন্যতম বৈশিষ্ট্য হলো কোনো কোনো ফুল দুধের মতো সাদা, কোনোটি সাদা পাপড়ির ওপর হলুদ দাগ, আবার কোনোটি লালচে গোলাপি রঙের।
কাঠগোলাপ ক্রান্তীয় বৃক্ষ (Apocynaceae) পরিবারের একটি সপুষ্পক উদ্ভিদের গণের নাম। কাঠগোলাপ মেক্সিকো, মধ্য আমেরিকা, ভেনেজুয়েলা ও দক্ষিণ ভারতের স্থানীয় ফুল। এই ফুলগুলো বিভিন্ন নামে পরিচিত যেমন- গুলাচি, গোলাইচ, গোলকচাঁপা, চালতা গোলাপ, গরুড়চাঁপা ইত্যাদি।
বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, জুলাই ০৫, ২০২১
এমআরএ