ঢাকা: ছয় ঋতুর দেশ বাংলাদেশ। তার মধ্যে অন্যতম বর্ষাকাল।
থৈ থৈ পানিতে দেখা মেলে কৈ, শিং, মাগুর, পাবদা, পুঁটি, চিংড়ি, টেংরার মতো নানান ধরনের দেশীয় মাছ। বর্ষার শুরু এবং শেষে গ্রাম বাংলার আনাচে-কানাচে জমে মাছ ধরার উৎসব। বুধবার (১৮ আগস্ট) শীতলক্ষ্যা নদীর আশপাশের এলাকা ঘুরে দেখা যায়, নানান কৌশলে মাছ ধরছেন স্থানীয়রা।
কেউ ছোট নৌকা নিয়ে মাঝ নদীতে জাল ফেলে মাছ শিকার করছেন আবার কেউ নদীর কিনারায় জাল ফেলে মাছ ধরছেন। বড়দের দেখে শিশুরাও মাছ শিকারে ব্যস্ত হয়ে পড়েছে। ছোট জাল, কাপড়ের টুকরো নিয়ে মাছ ধরতে নদীতে নামছে তারা। শিশুরা ছোট ছোট মাছ শিকার করেই আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে। এ যেন এক উৎসবের আমেজ। বর্ষাকালের শুরু থেকেই গ্রামাঞ্চলে বুচনা, বেগা, ডুবা ফাঁদ, দারকি, উন্টা, তেপাই, ধীল, চেং, চাঁই, চান্দি বাইর, বানা, পলো, রাবনি, চারো ইত্যাদির মাধ্যমে মাছ ধরা হয়ে থাকে। এছাড়া ভাসাজাল, ঝাঁকিজাল, ধর্মজাল, ফলিং নেট দিয়েও মাছ ধরতে দেখা যায়। এ সময় উৎসব করে অনেকে একসঙ্গে কাঁদা পানিতে নেমে মাছ ধরে থাকেন। বর্ষায় কাঁদা পানিতে নেমে হাত দিয়ে মাছ ধরা গ্রাম বাংলার অন্যতম বিনোদনও বটে। শত শত বছর ধরে এভাবেই গ্রাম-গঞ্জে মাছ শিকার করে আসছেন স্থানীয়রা। যা আজও চলমান।
বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২১
এএটি