ঢাকা: ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানোর প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো সারাদেশে চলছে পরিবহন ধর্মঘট। রাজধানীতে গণপরিবহন বন্ধ থাকায় সকাল থেকেই বিভিন্ন সড়কে যাত্রীদের ভিড় দেখা যায়।
রাজধানীর পুরানা পল্টন এলাকার চিত্র।
গণপরিবহন বন্ধ থাকায় রাজধানীতে ব্যক্তিগত গাড়ি নিয়ে বের হয়েছে অনেক।
বাড্ডা-রামপুরা রোডে গণপরিবহন না থাকলেও ব্যক্তিগত গাড়ির কারণে যানজট লক্ষ্য করা যায়।
গণপরিবহন বন্ধ থাকায় রাজধানীতে অনেকেই রিকশা বা ভ্যানে করে গন্তব্যে যেতে দেখা যায়।
রামপুরা রোডে অপেক্ষমান যাত্রীরা।
জ্বালানি তেলের দাম বৃদ্ধি করার কারণে বাড্ডা রোডে রাস্তার পাশে গাড়ি পার্কিং করে রেখেছেন চালকরা।
দ্বিতীয় দিনের অবরোধে রাজধানীর রামপুরা বাড্ডা রোড অনেকটাই ফাঁকা।
ধর্মঘটের দ্বিতীয় দিনেও রাজধানীতে চলছে বিআরটিসি পরিবহন।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২১
কেএআর