ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

চরাঞ্চলগুলোতে চলছে কৃষকের কর্মযজ্ঞ

ফজলে ইলাহী স্বপন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২২
চরাঞ্চলগুলোতে চলছে কৃষকের কর্মযজ্ঞ ধানের চারা প্রস্তুত করছেন কৃষকরা। ছবি: বাংলানিউজ

কুড়িগ্রাম: কুড়িগ্রাম জেলার ওপর দিয়ে সাপের মতো এঁকে-বেঁকে চলা ব্রহ্মপুত্র, দুধকুমার, তিস্তা, ধরলাসহ বিভিন্ন নদ-নদীতে পানি কমে যাওয়ায় জেগে উঠেছে অসংখ্য চর।  নদ-নদীর অববাহিকায় জেগে ওঠা চার শতাধিক চরের পলি পড়া জমি চরাঞ্চলের কৃষকদের আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে।

সরেজমিনে কুড়িগ্রামের উলিপুর, চিলমারী ও রৌমারী উপজেলার ব্রহ্মপুত্র অববাহিকার চরাঞ্চলগুলোতে ধানসহ বিভিন্ন ফসল আবাদে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। নদের পাড়জুড়ে পলি পড়া কাদা মাটিতে ধানের কচি চারা রোপণ করছেন তারা। কচকচে বালুকাময় চরের জমিতে চলছে স্বপ্ন বুননের কর্মযঞ্জ। কৃষকরা বর্ষা মৌসুম আসার আগেই বাদাম, কালাই, গম, ধান, সবজি, সরিষাসহ বিভিন্ন ফসল আবাদ ও পরিচর্যায় কোমর বেঁধে নেমেছেন চরের জমিতে। ভোরে আলো ফোটার সঙ্গে সঙ্গেই ছোট-ছোট নৌকাযোগে কৃষকরা চরের জমিতে পৌঁছে সারা দিন দলবেঁধে কাজ সেরে সন্ধ্যার আগে ফিরে আসছে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২২
এফইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।