ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ছবিতে শারদীয় দুর্গাপূজা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২২
ছবিতে শারদীয় দুর্গাপূজা বুড়িগঙ্গার বুকে দেবী দুর্গাকে বিসর্জন করা হচ্ছে। ছবি: ডিএইচ বাদল

ঢাকা: দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটলো সনাতন ধর্মাবলম্বীদের পাঁচ দিনের দুর্গাপূজা।

ছবি: ডিএইচ বাদল

এদিন ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের কেন্দ্রীয় পূজামণ্ডপগুলোতে কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্যে ঢাকের বাদ্য, খোল-করতাল ও গান বাজিয়ে দেবী দুর্গাকে বিদায় জানান দেশের সনাতন ধর্মাবলম্বীরা।




ছবি: ডিএইচ বাদল

বুধবার (৫ অক্টোবর) ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ কেন্দ্রীয় পূজামণ্ডপগুলোতে ভক্ত এবং সাধারণ দর্শনার্থীদের আনন্দ উল্লাসের ছবিগুলো তুলেছেন বাংলানিউজের সিনিয়র ফটো করেসপন্ডেন্টরা।

ছবি: ডিএইচ বাদল

বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা শুরু হয়েছিল ১ অক্টোবর, ষষ্ঠী তিথিতে বেলতলায় ‘আনন্দময়ীর’ নিদ্রাভঙ্গের বন্দনার মাধ্যমে। হিন্দুধর্মের অনুসারীদের বিশ্বাস, এবার দেবী এসেছিলেন হাতিতে চড়ে।  

ছবি: জিএম মুজিবুর

এছাড়া দেশজুড়ে দুর্গোৎসব চলাকালে মণ্ডপে মণ্ডপে রয়েছে পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ, ভোগ-আরতিসহ নানা ধর্মীয় অনুষ্ঠান।

ছবি: জিএম মুজিবুর

ঢাকাসহ সারাদেশের পূজামণ্ডপগুলোতে মানুষের ঢল নেমে ভক্ত এবং সাধারণ দর্শনার্থীদের। মণ্ডপে পাশেই বাহারি মিষ্টির পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা।

ছবি: জিএম মুজিবুর

এছাড়া গহনার দোকানে ভিড় করেছেন প্রতিমা দেখতে আসা দর্শনার্থীরা।


ছবি: জিএম মুজিবুর

হাজার হাজার ভক্ত ও দর্শনার্থী মণ্ডপগুলোতে ঘুরে ঘুরে প্রতিমা দর্শন করেছেন।  

ছবি: জিএম মুজিবুর

মণ্ডপে মণ্ডপে আনন্দের সঙ্গে দুর্গা মাকে সিঁদুরে রাঙিয়ে সিঁদুর খেলায় মেতে উঠেছেন নারীরা।

ছবি: জিএম মুজিবুর

ভোগ্য সামগ্রী দিয়ে মণ্ডপে রাখা দেবী দুর্গার চরণে অঞ্জলি দেন ভক্তরা।

ছবি: জিএম মুজিবুর

কড়া নিরাপত্তা ব্যবস্থায় কোথাও কোথাও মণ্ডপ সংলগ্ন সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয় বিকেল থেকেই।  

ছবি: জিএম মুজিবুর

মণ্ডপে সনাতন শিশু ও কিশোর-কিশোরীদের সেলফি তোলার মুহূর্ত।
 

ছবি: জিএম মুজিবুর
দেবী দুর্গাকে বিসর্জনের জন্য নেওয়া হচ্ছে।
 

বিসর্জন যাত্রার ছবিটি তুলেছেন জিএম মুজিবুর

প্রতিমা বিসর্জন যাত্রা। এদিন সরকারি ছুটি থাকায় রাজধানীর সড়কগুলো ছিল একদম ফাঁকা।

ফাঁকা ঢাকার একাংশের ছবিটি তুলেছেন জিএম মুজিবুর

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জানিয়েছে, এবার সারাদেশে ৩২ হাজার ১৬৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ঢাকায় ২৪১টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।