ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

মেসিকে ‘ত্রিমুকুট’ ক্লাবে স্বাগত জানালেন কাকা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৩
মেসিকে ‘ত্রিমুকুট’ ক্লাবে স্বাগত জানালেন কাকা

কাতারে বিশ্বকাপ জিতে আর্জেন্টাইনদের ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটানোর পাশাপাশি নিজেকে ভিন্ন এক উচ্চতায় নিয়ে গেছেন লিওনেল মেসি। বিভিন্ন রেকর্ড গড়ার পাশাপাশি মেসি ঢুকেছেন একটি অভিজাত ক্লাবেও।

ফিফা বিশ্বকাপ, উয়েফা চ্যাম্পিয়নস লিগ এবং ব্যালন ডি’অর তথা ত্রিমুকুট জেতা মাত্র নবম খেলোয়াড় এখন তিনি।  

এবার মেসিকে ক্লাবে স্বাগত জানিয়েছেন রিকার্দো কাকা। ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি ২০০৭ সালে এই ক্লাবে নাম লিখিয়েছেন। এক ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি 'স্বাগত, মেসি' ক্যাপশন দিয়ে একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে ক্লাবের নয় সদস্যের নাম ও তাদের ত্রিমুকুট জয়ের কীর্তি তুলে ধরা হয়েছে।

মেসি-কাকা ছাড়াও এই অভিজাত ক্লাবে জায়গা করে নিয়েছিলেন ববি চার্লটন, ফ্র্যান্স বেকেনবাওয়ার, জার্ড মুলার, পাওলো রসি, জিনেদিন জিদান, রিভালদো, রোনালদিনহো। সবার চেয়ে একটা জায়গায় অবশ্য মেসি অনেক এগিয়ে। বেকেনবাওয়ার ছাড়া অন্য কেউ দুটি ব্যালন ডি’অর জিততে পারেননি, সেখানে মেসি জিতেছেন ৭টি।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।