ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ফুটবল

সংসার ভেঙেছে গার্দিওলার!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৫
সংসার ভেঙেছে গার্দিওলার!

ব্যক্তিগত জীবনের কথা বরাবরই আড়াল করে রাখেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা। অবশ্য কোচ হিসেবে তার ইর্ষণীয় সাফল্য ব্যক্তিগত জীবন নিয়ে ভাবার সময়ই দেয় না।

তবে স্প্যানিশ সংবাদমাধ্যম এল পেরিয়োদিকো তুলে আনল তার সংসার ভাঙার খবর।  

৩০ বছর একসঙ্গে থাকার পর এখন আলাদা থাকছেন গার্দিওলা ও তার স্ত্রী ক্রিস্তিনা সেরা। গত ডিসেম্বরে সম্পর্কের ইতি টেনেছেন তারা। যদিও তা ঘনিষ্ঠজন ও বন্ধুবান্ধবদের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চেয়েছিলেন।

বন্ধুত্ব ও সৌহার্দ্যপূর্ণভাবেই সম্পর্ক ভেঙেছেন গার্দিওলা। যদিও গত ক্রিসমাসে এক থিয়েটারে স্ত্রী ও মেয়ের সঙ্গে দেখা যায় তাকে।

সেরার সঙ্গে গার্দিওলার প্রেমের শুরুটা ১৯৯৪ সাল থেকে। তখন বার্সার হয়ে খেলছিলেন গার্দিওলা। ২০ বছর পর বায়ার্ন মিউনিখের কোচ থাকাকালীন বিয়ের আনুষ্ঠানিকতা সারেন তিনি।

গার্দিওলা-সেরার সংসারে বেড়ে উঠেছেন তিন সন্তান। বড় মেয়ে মারিয়া(২৪) একজন মডেল এবং ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা প্রায় ১০ লাখের মতো। ছেলে মারিয়াস (২২) বর্তমানে দুবাইয়ে থেকে তিনটি কোম্পানি পরিচালনা করছেন। আরেক মেয়ে ভালেন্তিনা (১৭) আপাতত পড়াশোনাতেই ব্যস্ত।

এদিকে কোচ হিসেবেও সময়টা ভালো যাচ্ছে না গার্দিওলার। সিটির এবারই সবচেয়ে বাজে মৌসুম কাটাতে যাচ্ছেন তিনি!

বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৫
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।