ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

মেসির পরামর্শেই ব্রাজিলিয়ান ক্লাবে সুয়ারেস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৩
মেসির পরামর্শেই ব্রাজিলিয়ান ক্লাবে সুয়ারেস

বয়স ৩৬ ছুঁইছুঁই। এই বয়সে অনেকেই বুট জোড়া তুলে রাখেন।

কিন্তু লুইস সুয়ারেস তবুও নিজেকে প্রমাণ করতে চান। সেজন্য বন্ধু লিওনেল মেসির পরামর্শ মেনে যোগ দিলেন ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওতে।

৬০ হাজার দর্শকের সামনে সুয়ারেসকে গতকাল পরিচয় করিয়ে গ্রেমিও। ক্যারিয়ারের ক্রান্তিলগ্নে এসেও এমন অভ্যর্থনা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সুয়ারেস। যা তিনি প্রত্যাশা করেননি 

উরুগুইয়ান ফরোয়ার্ড বলেন, ‘চরিত্র, বন্ধুত্ব, জয় এবং গোল— এই সবকিছু সমর্থকদের কাছে প্রতিজ্ঞা করলাম আমি। ৩৬ বছর বয়সেও যে খেলতে পারি, তা দেখানোর চ্যালেঞ্জ নিয়ে গ্রেমিওতে যোগ দিলাম। কারণ, আমি এটাই করতে পছন্দ করি। বন্ধু লিওনেল মেসি এবং লুকাস লেইভা ( লিভারপুলে সুয়ারেসের সাবেক সতীর্থ যিনি বর্তমানে গ্রেমিওতেই খেলেন) আমাকে এখানে খেলার পরামর্শ দিয়েছে। বন্ধুরা তো এরকমই যারা কি না নিজের সিদ্ধান্তের পাশে থাকবে। ’

ক্যারিয়ারের শেষ সময়ে হাঁটছেন সুয়ারেস। আগের সেই ধার এখন নেই। তবে দলের প্রতি  নিবেদনে কোনো ঘাটতি রাখতে চান না এই ফরোয়ার্ড। তিনি বলেন, ‘২০১৩, ২০১৫ বা ২০১৬ সালের সুয়ারেসকে হয়ত দেখতে পাবেন না। হয়তো দ্রুতগতিতে ৫০ মিটার স্প্রিন্টও টানতে পারব না। তবে সতীর্থদের গোলের সুযোগ তৈরি করে দিতে পারব। এটা একটা নতুন দল যেখানে সবাই আমাকে দেখবে সকলের সঙ্গে একই উৎসাহ নিয়ে অনুশীলনে নামতে। ’

আতলেতিকো মাদ্রিদের সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার পর গত বছর স্বদেশী ক্লাব নাসিওনালে যোগ দিয়েছিলেন সুয়ারেস। ক্লাবটিকে লিগ চ্যাম্পিয়ন বানানোর পথে অবদান রাখেন আয়াক্স, লিভারপুল, বার্সেলোনা মাতানো এই ফরোয়ার্ড।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২৩ 
এএইচএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।