ঢাকা, মঙ্গলবার, ২৬ ভাদ্র ১৪৩১, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৬ রবিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

‘বার্সাকে মেসির আগে রাখতেই হতো’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৩
‘বার্সাকে মেসির আগে রাখতেই হতো’

দেড় বছর কেটে গেছে। কিন্তু লিওনেল মেসিকে এখনো ভুলতে পারেনি বার্সেলোনা ভক্তরা।

হয়তো কখনো ভুলতে পারবে না! তাই তো সংবাদ সম্মেলনে প্রায় সময়ই মেসি প্রসঙ্গে কথা বলতে হয় ক্লাব প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তাকে।

২০২১ সালে বার্সার সঙ্গে চুক্তি শেষ হয়ে যায় মেসি। তবে চুক্তি বাড়াতে চেয়েছিলেন এই ফরোয়ার্ড। লা লিগার আরোপিত অর্থনৈতিক ও কাঠামোগত প্রতিবন্ধকতায় দুই পক্ষের মধ্যে নতুন চুক্তি হয়নি। তাই মেসিকে আর ধরে রাখার চেষ্টাও করেনি বার্সা।  

ক্লাবের ভালোর জন্য এমনটা করেছেন  বলে জানান লাপোর্তা, ‘বার্সাকে ইতিহাসের সেরা ফুটবলারের আগে রাখতেই হতো আমাকে। অর্থনৈতিক দুরবস্থার সেই মুহূর্তে আমি তাকে রাখতে পারতাম না। ক্লাবের জন্য এটাই সেরা সিদ্ধান্ত ছিল বলে আমি মনে করি। বর্তমানে সে পিএসজির খেলোয়াড় এবং আমি তাকে নিয়ে কথা বলতে চাই না। ’

‘আমরা বার্সা নিয়ে মনযোগী। মেসি সবসময় আমাদের অংশ হয়ে থাকবে। তাকে ভিন্নভাবে বিদায় দিতে চেয়েছিলাম আমি। তাকে রাখার উপায় ছিল বললে আমি ভুল প্রমাণিত হবো। ’
২১ বছরের সম্পর্ক শেষে ২০২১ সালে বার্সা ছাড়েন মেসি। যোগ দেন পিএসজিতে। যেখানে দুর্দান্ত সময় কাটছে তার।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৩
এএইচএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।