ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

মেসি-নেইমারদের বিপক্ষে ম্যাচ দিয়েই ‘অভিষেক’ হচ্ছে রোনালদোর!

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৩
মেসি-নেইমারদের বিপক্ষে ম্যাচ দিয়েই ‘অভিষেক’ হচ্ছে রোনালদোর!

গুঞ্জনটা অবশেষে সত্যি হচ্ছে! সৌদি আরবের ফুটবলে নিজের অভিষেক ম্যাচটা পিএসজির বিপক্ষেই খেলবেন ক্রিস্টিয়ানো রোনালদো। অর্থাৎ হয়তো শেষবারের মতো মাঠে মুখোমুখি হবেন আধুনিক ফুটবলের দুই মহাতারকা মেসি-রোনালদো; থাকবেন নেইমার ও এমবাপ্পেও।

 

কিছুদিন আগে বিশাল বেতনে সৌদি ক্লাব আল নাসরে যোগ দিয়েছেন রোনালদোর। তবে এখনো মাঠে নামা হয়নি এই পর্তুগিজ উইঙ্গারের। কারণ ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার সময় এভারটনের এক সমর্থকের ফোন ভাঙায় দুই ম্যাচ নিষিদ্ধ করা হয় তাকে। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে নামতে হবে তাকে। তাছাড়া সৌদি লিগে খেলোয়াড় হিসেবে নিবন্ধন শেষ করতেও সময় লেগেছে তার। অবশেষে সেই ঝামেলা মিটে গেছে। এখন মাঠে নামার পালা।

শিগগিরই কাতার ও সৌদি আরব ভ্রমণে আসছে পিএসজি। ১৯ জানুয়ারি সৌদি আরবের রাজধানী রিয়াদে আল হিলাল ও আল নাসেরের সম্মিলিত দল খেলবে ফরাসি জায়ান্টের বিপক্ষে। ওই ম্যাচে রোনালদো খেলবেন বলে সোমবার ফরাসি সংবাদমাধ্যম লেকিপকে জানিয়েছেন আল নাসর কোচ রুডি গার্সিয়া। সেই ম্যাচেই দেখা হচ্ছে মেসি-রোনালদোর। এরইমধ্যে নাকি ম্যাচটির টিকিট পেতে কাড়াকাড়ি পড়ে গেছে। অবশ্য এমনটা হওয়াই স্বাভাবিক। কারণ দুই জীবন্ত কিংবদন্তির মাঠের লড়াই দেখার এটাই সম্ভাব্য শেষ সুযোগ!

ওই প্রীতি ম্যাচটির আগে সৌদি লিগে আল শাবাবের মুখোমুখি হবে আল নাসের। অর্থাৎ প্রীতি পিএসজির বিপক্ষে মাঠে নামার আগেই রোনালদোর দুই ম্যাচের নিষেধাজ্ঞা শেষ হয়ে যাবে। আর লিগে রোনালদোর অভিষেক হবে ২২ জানুয়ারি; আল ইত্তিফাকের বিপক্ষে।  

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২৩
এমএইচএম

 

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।