ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

মেয়েদের অলিম্পিক ফুটবলে মিয়ানমার-ইরানের গ্রুপে বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৩
মেয়েদের অলিম্পিক ফুটবলে মিয়ানমার-ইরানের গ্রুপে বাংলাদেশ

আগামী বছর ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হবে অলিম্পিক। নারী ফুটবল অলিম্পিক গেমসের অন্যতম ইভেন্ট।

অলিম্পিকে এশিয়ার কোটার জন্য বাছাই পর্ব শুরু হচ্ছে। আজ বাছাইয়ের প্রথম পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত এই ড্রয়ে গ্রুপ বি-তে জায়গা হয়েছে বাংলাদেশের।

আগামী ৩ এপ্রিল থেকে ১১ এপ্রিল হবে বাছাইপর্ব। বাংলাদেশের গ্রুপে রয়েছে- ইরান, মিয়ানমার ও মালদ্বীপ। বাছাইপর্বের ভেন্যু এখনও ঠিক হয়নি। বাছাইপর্ব তিন রাউন্ডে হবে। ৭ গ্রুপে ২৬টি দেশ অংশ নিচ্ছে। প্রথম পর্বে প্রতিটি গ্রুপ চ্যাম্পিয়ন দল যাবে পরের পর্বে। সেখানে আগে থেকে অপেক্ষা করে আছে উত্তর কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়া। ১২ দল নিয়ে তিন গ্রুপে হবে খেলা।

হোম-অ্যাওয়ে ভিত্তিতে এখান থেকে সেরা চার দল নিয়ে তৃতীয় পর্ব অনুষ্ঠিত হবে। সেরা দুই দল ২০২৪ অলিম্পিকে খেলবে। অলিম্পিক বাছাইয়ের জন্য সাবিনা-কৃষ্ণাদের অনুশীলন এরই মধ্যে শুরু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।