ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

আর্জেন্টিনা শিবিরে ভয় ধরিয়ে দেওয়া সেই বেহর্স্ট ইউনাইটেডে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৩
আর্জেন্টিনা শিবিরে ভয় ধরিয়ে দেওয়া সেই বেহর্স্ট ইউনাইটেডে

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা যখন জয়ের দিকেই ছুটছিল; ঠিক তখনই নেদারল্যান্ডসের ত্রাতার ভূমিকায় আসেন। পরপর দুই গোল করে বিশ্বকাপ জেতা দলের শিবিরে ভয় ধরিয়ে দেন।

সেই ভট বেহর্স্টকেই এবার দলে ভিড়িয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।  

বেহর্স্টের ক্যারিয়ার শুরু হয় প্রিমিয়ার লিগেই; বার্নলির হয়ে। তবে সেখানে ২০ ম্যাচ খেলে মাত্র ২ গোল পান। পারফরম্যান্স খরায় থাকা এই ফরোয়ার্ড তাই চলে যেতে হয় তুরস্কের ক্লাব বেসিকতাসে। কিন্তু বিশ্বকাপে সবার মনোযোগ কেড়ে নিয়েছন। তাইতো রেড ডেভিলসরা মরিয়া হয়ে তাকে শেষ পর্যন্ত দলে ভিড়িয়েছে।  

বেসিকতাসের সঙ্গে বেহর্স্টের চুক্তি ছিল চলতি মৌসুমের শেষ পর্যন্ত। কিন্তু তাকে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রয়োজন ছিল অনেক বেশি। ক্রিস্টিয়ানো রোনালদো যাওয়ার পর ফরোয়ার্ড খুঁজতে মরিয়া ক্লাবটি শেষ পর্যন্ত দলে টানতে পেরেছে ডাচ এই ফুটবলারকে। যদিও এখনও অফিসিয়াল ঘোষণা আসেনি। তবে খুব শিগগিরই তা পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।