ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

উসমান দেম্বেলের গোলে সেমিফাইনালে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৩
উসমান দেম্বেলের গোলে সেমিফাইনালে বার্সেলোনা

চলতি মৌসুমে ছুটছে বার্সেলোনা। লিগ টেবিলে সবার ওপরে থাকা দলটি স্প্যানিশ সুপার কাপে রিয়াল মাদ্রিদকে হারিয়ে জিতে নিয়েছে শিরোপা।

এবার কোপা দেল রে’তেও নিজেদের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবটির আগেই সেমিফাইনালে কোয়ালিফাই করেছে।  

বুধবার রাতে ক্যাম্প ন্যু’য়ে কোয়ার্টার-ফাইনালে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ১-০ ব্যবধানে জিতেছে বার্সেলোনা। বিরতির পর জয়সূচক গোলটি করেন উসমান দেম্বেলে।

ঘরের মাঠে শুরু থেকে আধিপত্য বজায় রাখে বার্সেলোনা। তবে প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ নষ্ট করার কারণে এগিয়ে যাওয়া হয়নি তাদের। এদিকে ক্লাবটিকে বার বার আটকে দেওয়া সোসিয়েদাদের মিডফিল্ডার ব্রাইস মেন্দেস বুসকেতসেকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।  

দশ জনে পরিণত হওয়া সোসিয়েদাদ বিরতির পর আর পেরে ওঠেনি। ৫২তম মিনিটে জুল কুন্দের পাস ধরে ডান দিক দিয়ে আক্রমণে গিয়ে দারুণ শটে জাল খুঁজে নেন ওসমান দেম্বেলে। আর এই গোলেই পরবর্তী পর্ব নিশ্চিত হয়ে যায় বার্সেলোনার।  

বাংলাদেশ সময়: ১১০১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।